-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ঘরে বসে ব্যাবসা করতে চাওয়া ব্যাক্তিদের জন্য সুখবর আনলো মোদী সরকার! ১০ লক্ষ টাকা লোন এবং ৪ লক্ষ টাকার সাবসিডি দেবে সরকার।

- January 21, 2019

দেশে বেকার সংখ্যা কমানোর জন্য এবং ভারতীয়দের স্বনির্ভর করার জন্য মোদী সরকার একের পর এক বড় পদক্ষেপ উঠিয়েছে। যে ভারত আগে ইস অফ ডুইং বিজনেসে একবারে নীচের শ্রেণীতে সেই ভারত এখন টপ শ্রেণীতে নাম লিখিয়েছেন। শুধু তাই নয়, মোদী সরকার লাগাতার বিদেশী অর্থভান্ডার ভারতের দিকে টানার প্রয়াস নেমে পড়েছে। ২০১৮ সালে ভারত বিদেশী ইনভেস্টমেন্ট আনার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। জাপান, আমেরিকা ও চীনকে ছাপিয়ে এখন বিদেশী ইনভেস্ট এর দৃষ্টি আকর্ষণের জন্য ভারত এখন এক নাম্বার। মোদী সরকার ভারতের যুবকদের রোজকার সুনিশ্চিত করার জন্য এবং কর্মসংস্থান গড়ে তোলার জন্য একের পর এক বড় যুগান্তকারী পদক্ষেপ নিয়ে চলেছে।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী সরকার সেলফ এমপ্লয়মেন্টকে প্রমোট করার জন্য বেশকিছু পদক্ষেপ নিতে চলছে। যে সমস্ত মানুষ বিজনেস করতে চাই তাদের জন্য মোদী সরকার বিশেষ কয়েকটি ঘোষণা করতে চলেছে। অগ্রমী লোন থেকে শুরু করে বিজেনসে সাহায্য সমস্ত রকমের সুপরিকল্পিত যোজনা আনতে চলেছে সরকার। সরকার নিজস্ব বিজনেসে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কিছু স্কিম চালাবে যাদের COIR অগ্রীম যোজনা বলা হয়।

এই যোজনর মাধমে যে কেউ স্বদেশী দ্রব্যের উপর নিজস্ব ব্যাবসা চালু করতে পারে যার জন্য সরকার তাকে সাহায্য প্রদান করবে। যেকোনো ধরনের টেক্সটাইল বিজনেসের জন্যেও সরকার এই স্কিমের লাভ দেবে। এই স্কিমের অন্তর্গত হলে ব্যক্তিকে ৫০,০০০ টাকা পর্যন্ত লাগাতে হবে এবং সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করবে।

এই ১০ লক্ষ এর মধ্যে ২৫% ক্যাপিটাল ওয়ার্কিং হিসেবে ব্যাবহার করতে পারবেন। জানিয়ে দি এই স্কিমে ৫৫% লোন পাওয়ার সাথে সাথে ৪০% সাবসিডিও পাবেন। এই স্কিম পাওয়া জন্য যে কেউ কয়ার বোর্ড অফিসে যোগাযোগ করতে পারেন অথবা জেলা শিল্প কেন্দ্র ও পঞ্চায়েত বোর্ডেও এই প্রকল্পের সম্পর্কে আবেদন করতে পারবেন। অনলাইন পরিষেবাতেও যে কেউ আবেদন করতে পারবে।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FSbSR5
Bengali News
 

Start typing and press Enter to search