ফের এরাজ্যে ঘৃণ্য রাজনীতির শিকার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে বহুবার অমিত শাহ (Amit Shah), যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানী সমেত বিজেপির দিগগজ নেতাদের সভা অকারণে বাতিল করিয়েছিল রাজ্য সরকার। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাও বাতিল করার ষড়যন্ত্র করেছিল রাজ্য সরকার। বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছিল। কিন্তু ভোটের দামামা বাজার পরেও সেই ষড়যন্ত্র থেমে যায়নি। এবার অমিত শাহ’এর সভার অনুমতি দিয়েও, সভার দুদিন আগে বাতিল করে দেওয়া হল।
দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ে অমিত শাহ এর সভা হওয়ার কথা ছিল সোমবার। সভার জন্য অনুমতিও নেওয়া হয়েছিল। এমনকি সব প্রস্তুতিও নেওয়া হয়ে গেছিল। কিন্তু অনুমতি বাতিল করে দেওয়া হয়। হেলিপ্যাড আর মাঠের অনুমতি থাকার পরেও কেন এমন হল, সেটা নিয়ে ধ্বন্দে বিজেপির নেতারা।
এছাড়াও আজ যাদবপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি জনসভা করতেন। কিন্তু ওনার সভার জন্য হেলিকপ্টার নামার অনুমতি দিলোনা প্রশাসন। বিজেপি সূত্র অনুযায়ী, এই সভা দুপুর ১২ঃ৩০ টা থেকে হওয়ার কথা ছিল। অনুমতি না পাওয়ার জন্য এই সভা স্থগিত হতে পারে।
BJP sources: Party President Amit Shah denied permission to hold road show in Jadavpur, also denied permission to land chopper. (file pic) pic.twitter.com/yb0VDh8ci4
— ANI (@ANI) May 13, 2019
এর আগে অমিত শাহ এর হেলিকপ্টার কে মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামার অনুমতি দিয়েছিলেন না। প্রশাসনের তরফ থেকে জারি করা কারণে বলা হয়েছিল যে, হেলিকপ্টার নামার স্থানে আপগ্রেডেশনের কাজ চলছে, চারিদিকে মাটি এবং বাকি সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হেলিকপ্টারের সুরক্ষিত ল্যান্ডিং সেখানে সম্ভব না। যদিও এরপরে অনেক কাটখড় পুড়িয়ে অনুমতি হাসিল করে নেয় বিজেপি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vTYvJY
Bengali News