এমনটা নয় যে পশ্চিমবঙ্গে কংগ্রেস শক্তিশালী ছিল না বা পশ্চিমবঙ্গে কংগ্রেসের সরকার ছিল না। একটা সময় ছিল যখন অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কংগ্রেসের সরকার ছিল। উপরে যে ছবি দেখছেন সেটা ইন্দ্রিরা গান্ধীর সাথে ৪ বছরের রাহুল গান্ধী রয়েছেন। একই সাথে হাত জোড় করে পোজ দিচ্ছেন সিদ্ধার্থশঙ্কর রায়। যিনি সেই সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। উনি নির্বাচন হেরে যাওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস প্রায় বিলুপ্ত হয়ে যায়।
তখন থেকে আজ অবধি কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে চতুর্থ নাম্বার পার্টি হয়ে রয়ে গেছে। উপরের যে ছবি দেখেছেন সেটা ওই সময়ের যখন ইন্দ্রিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। আর কংগ্রেসের নেতাদের এটা বরাবরের নীতি যে তারা পদের লোভে গান্ধী পরিবারের চরণ বন্দনা করতেন। সিদ্ধার্থশঙ্কর রায়ও এমন নেতাদের মধ্যে সামিল ছিলেন যাদের কাছে নামদার পরিবার ভগবানের সমান এবং নিজের বাবা মায়ের থেকেও উপরে।
সিদ্ধার্থশঙ্কর রায়, ৪ বছরের রাহুল গান্ধীর কাছে হাতজোড় করে আশীর্বাদ নিচ্ছেন। ছোটো থেকে রাহুল গান্ধীকে এটা অনুভব করানো হয়েছিল যে সবাই তোমার সামনে ছোট তাতে সে যতই বয়স্ক হোক। কেউ যদি তোমার সামনে হাত জোর করে তাহলে আশীর্বাদ দেবে এটাই রাহুল গান্ধীর অভ্যাসে পরিণত করা হয়েছিল। ৪ বছরের রাহুল গান্ধীর থেকে সিদ্ধার্থশঙ্কর রায় আশীর্বাদ নিয়েছিলেন। আর আশীর্বাদ নেওয়ার পর নির্বাচন হলে উনি সেই নির্বাচনে হেরে যায়। যারপর থেকে কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WBLiRU
Bengali News