কংগ্রেস নেতা এবং পাঞ্জাবের মন্ত্রী নবজ্যোত সিং সিধু আরো একবার বড়ো ঝটকা পেয়েছেন। ডাক্তাররা নবজ্যোত সিং সিধুকে পরামর্শ দিয়েছেন বেশকিছু সময় একদম নিশ্চুপ থাকার জন্য। শান্তভাবে বাড়িতেও বসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সিধুকে। প্রাপ্ত খবর অনুযায়ী, নবজ্যোত সিং সিধুর আওয়াজ আরো একবার বন্ধ হয়ে গেছে। বিগত কিছুদিন ধরে নবজ্যোত সিং সিধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরূদ্ধে শব্দবান ছাড়ছিলেন।
নরেন্দ্র মোদীর উপর আপত্তিজনক মন্তব্য করা হোক বা BJP পার্টির সমালোচনা করা হোক সবদিক থেকেই এগিয়ে ছিলেন নবজ্যোত সিং সিধু। কিন্তু এখন উনার গলায় চরম সমস্যা সৃষ্টি হয়েছে। মোদীর বিরুদ্ধে লাগাতার অপত্তিজনক মন্তব্য করার পর এখন উনার গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। তাই ডাক্তাররা উনাকে কিছুদিন শান্ত হয়ে থাকার পরামর্শ দিয়েছেন। যদি এখন সিধু কথা বলার চেষ্টা করে তাহলে উনার বিপদ আরো বাড়তে পারে বলে ডাক্তারের মত।
কয়েক সপ্তাহ আগে নবজ্যোত সিং সিধুর গলার আওয়াজ চলে গেছিল। ঠিক হওয়ার পরেই তিনি নরেন্দ্র মোদীর উপর আক্রমণ শুরু করেন এবং একদিনে বেশকিছু অপত্তিজনক মন্তব্যও করেন। আর এখন আবার উনার গলার আওয়াজ চলে গেছে। যদি এখন উনি কথা বলার চেষ্টা করেন তবে উনি বোবা হয়ে যেতেও পারেন। ডাক্তার বলেছেন যদি সিধু এখন কথা বলার চেষ্টা করে বা নির্বাচনী সভা করার চেষ্টা করে তবে উনি সারাজীবনের জন্য বোবা হয়ে যেতে পারেন।
Navjot Singh Sidhu’s office: Navjot Singh Sidhu put on steroid medication and injections due to continuous speech damaging his vocal cords. At the moment Mr. Sidhu is under the medication & in process of a quick recovery to return-back to campaigning at the earliest. (file pic) pic.twitter.com/RI2mgML99l
— ANI (@ANI) May 13, 2019
জানিয়ে দি, ষষ্ঠ দফার নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। সপ্তম দফার ভোট প্রদান ১৯ তারিখে হতে পারে। এমন অবস্থায় সিধুর গলার আওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পুরো কংগ্রেস। কারণ কংগ্রেস পার্টির জন্য নবজ্যোত সিং সিধু স্টার প্রচারক। কবিতার মাধ্যমে বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে সবথেকে দক্ষ সিধু। কিন্ত আপাতত বড় অভিশাপের মুখে পড়েছে কংগ্রেস পার্টি।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JDYLF2
Bengali News