নিন্ম স্তরের রাজনীতি করা, মিথ্যা বলা, অন্য পার্টির নিয়ে দুষ্প্রচার করা ইত্যাদি কেজরিওয়াল ও আম আদমি পার্টির প্রত্যেকদিনের কাজ। দিল্লীতে জনগণের জন্য কাজ করলে না চড় খাওয়ার মিথ্যা নাটক করতে হত, না ভোটভিক্ষা চাইতে হতো। অনেক প্রচেষ্টার পরেও কংগ্রেসের সাথে জোট করে উঠতে পারেননি কেজরিওয়াল। যার জন্য দিল্লীর ৭ লোকসভা প্রার্থীর ভবিষ্যত নিয়ে চিন্তিত কেজরিওয়াল। এখন কোনোভাবে সামান্য ভোট আসে তার সবকিছু করতে রাজি কেজরিওয়াল। এই কারনে কেজরিওয়ালের পার্টি গৌতম গম্ভীরের উপর আক্রমণ করতে শুরু করে দিয়েছে।
গৌতম গম্ভীর পূর্ব দিল্লী লোকসভা আসন থেকে নির্বাচন লড়ছেন। এই আসনে কেজরিওয়ালের পার্টি আতিসি মারলেনাকে টিকিট দিয়েছে। গতকাল সকাল থেকে আম আদমি পার্টি এক কথিত প্যামলেট নিয়ে গৌতম গম্ভীরের উপর আক্রমন করতে শুরু করেছে। প্যামলেটে আতিসি মারলেনাকে অপমান করা হয়েছে।
Mr @GautamGambhir! You want to be elected by distributing these handbills against me and Atishi?
Shame on you Mr Gambhir!
People of East Delhi know me and Atishi very well but through these handbills you have introduced yourself. This is your character. pic.twitter.com/o4ADTsDcwT
— Manish Sisodia (@msisodia) May 9, 2019
আম আদমি পার্টি অভিযোগ তুলেছে যে ওই
প্যামলেট গৌতম গম্ভীর ছাপিয়েছে। কিন্তু ঘটনার গভীরে যাওয়ার পর আসল সত্য সামনে এসেছে। আসল সত্য এই যে, এটাও কেজরিওয়ালের চড় খাওয়ার মতোই সাজানো ঘটনা। এক্ষেত্রেও প্যামলেট আম আদমি পার্টির কার্যকর্তারা তৈরি করে দিল্লীর বিভিন্ন স্থানে লাগিয়ে দিয়েছিল। যাতে গৌতম গম্ভীরের উপর আক্রমণ করা যায়। গম্ভীরের উপর রাজনৈতিক আক্রমন করার জন্য কেজরিওয়াল ও তার সহযোগীরা ষড়যন্ত্র করেছিল।
কেজরিওয়াল এর পুরো টিম এখন গৌতম গম্ভীরকে মহিলা বিরোধী বলে আক্রমন করেছে। গৌতম গম্ভীরও পাল্টা কেজরিওয়ালের উপর আক্রমন করেছেন। গৌতম গম্ভীর বলেছেন কেজরিওয়াল একজন নোংরা মুখ্যমন্ত্রী যে নির্বাচন জেতার জন্য এক মহিলার সম্মানকে নষ্ট করছে। গম্ভীর বলেন, কেজরিওয়াল তার নিজের সাথী মহিলার সন্মানকে নষ্ট করার মতো কার্য করছে। গম্ভীর আরো বলেন, কেজরিওয়ালের নোংরা মাথায় ঝাড়ু চালানোর প্রয়োজন আছে যাতে মাথা পরিষ্কার হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2JrGF9c
Bengali News