ইসলামিক উপদেশক জাকির নায়েক (Zakir Naik) জানায় যে সে ভারতে আসার জন্য প্রস্তুত কিন্তু একটা শর্তে। যদি ভারতীয় সুপ্রিম কোর্ট তাঁকে আশ্বাস দেয় যে, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবেনা। তাহলেই সে ভারতে আসবে। ২০১৬ সালে ভারত থেকে পালিয়ে মালয়েশিয়া চলে যাওয়া জাকির নায়েক সেখানকার স্থায়ী নাগরিকত্বও পেয়ে গেছে।
একটি সংবাদ পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে নায়েক বলে, সে আইনে ভরসা করে, কিন্তু নায়েক এটাও বলে যে, আজকের দিনের ভারতের আইনের থেকে আগের ভারতের আইন ভালো ছিল। নায়েক বলে, ‘বিজেপি সরকার আসার আগে ভারত সরকারের বিরুদ্ধে বলা যেত। কমপক্ষে ৮০ শতাংশ আশা ছিল যে, আপনি ন্যায় পাবেন। কিন্তু এখন সেটা ১০ থেকে ২০ শতাংশ হয়ে দাঁড়িয়েছে।” সন্ত্রাসবাদের সাথে অভিযুক্ত বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক মালয়েশিয়ায় বসে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগে।
নায়েক আরও বলে, ‘আপনি ইতিহাস দেখলে পাবেন যে, যেই মুসলিমরা সন্ত্রাসবাদে অভিযুক্ত ছিল, তাঁদের মধ্যে ৯০ শতাংশ অভিযুক্তকে ১০ থেকে ১৫ বছরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আমি যদি অ্যাভারেজ ধরি, তাহলে আমাকে ১০ বছরের জন্য জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর এতে আমার অভিযানে অনেক প্রভাব পড়বে। আমি কি এতই বোকা?”
নায়েক বলে, যদি এনআইএ চায় তাহলে মালয়েশিয়াতে এসে জিজ্ঞাসাবাদ চালাতে পারে। ন্যায় বিচার পেলে সে ভারতে ফিরবে কিনা সেই কথা জিজ্ঞাসা করা হলে নায়েক বলে, যদি ভারতের সুপ্রিম কোর্ট আমাকে আশ্বস্ত করে যে, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাকে গ্রেফতার করা হবেনা। তাহলে আমি ভারতে যেতে প্রস্তুত।
আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জাকির নায়েকের (Zakir Naik) নাম আসার পরেই এনআইএ নায়েকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। ওই হামলার দায় ইসলামিক স্টেট এর জঙ্গিরা নিয়েছিল। ১ লা জুলাই ২০১৬ সালে হওয়া এই হামলায় ২০ জন মারা গেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H9ILbg
Bengali News