হিন্দু আতঙ্কবাদ, গেরুয়া আতঙ্কবাদের সৃষ্টিকর্তা দিগ্বিজয় সিং এখন ভোটের লোভে গেরুয়া ছায়াতলে আশ্রয় নিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কংগ্রেসের হয়ে লোকসভা প্রার্থী পদে দাঁড়িয়েছে দিগ্বিজয় সিং। কথায় কথায় হিন্দু আতঙ্কবাদের উল্লেখ করা দিগ্বিজয় সিং এখন সাধু সন্ন্যাসীদের নিয়ে রোড শো করতে শুরু করেছেন। মিথ্যার আশ্রয় নিয়ে সাধু সন্তদের সাথে রোড শো করছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। মিডিয়া সূত্রে খবর অনুযায়ী, দিগ্বিজয় সিং নির্বাচনের আগে পূজার আয়োজন করান এবং সাধু সন্তদের ভোজন সম্পন্ন করান।
তবে এটা শুধুমাত্র তথাকথিত নিরপেক্ষ মিডিয়ায় খবর ছিল। কিন্তু যখন খবরের গভীরে যাওয়া হয় তখন অন্য এক খবর বেরিয়ে আসে। আসলে যখন সাধু সন্তদের নির্বাচনী প্রচারে নিয়ে আসা হয়েছিল ঠিকই কিন্তু তারা এটা জানতেন না। সাধু সন্তদের যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন যা উত্তর আসে তা চমকে দেওয়ার মতো। সাধু সন্তরা জানেন না যে তাদেরকে কংগ্রেস পার্টি ব্যাবহার করার জন্য এনেছিল। মাত্র কয়েকদিন আগে রাহুল গান্ধীর জন্য যজ্ঞ করতে গিয়ে দেশী ঘি এর পরিবর্তে ডালডা এনেছিল কংগ্রেসের কার্যকর্তারা। আর এখন আরো একবার সাধু দের ঠকিয়ে পাপ করল কংগ্রেস।
ত্যাগী বাবা নামের এক সাধু বলেন, আমাকে বলা হয়েছিল এখানে উপাসনা সন্তুষ্টির কাজ হবে। কিন্তু এসে দেখি রাজনৈতিক পার্টির কাজ কর্ম চলছে। এক সাধু বলেন, আমাকে এখানে শুধুমাত্র ভোজনের জন্য আনা হয়েছিল কিন্তু আনার পর কংগ্রেস পার্টির দিগ্বিজয় সিংয়ের প্রশংসা করতে বলা হচ্ছে। উনি বলেন, বিজেপি জিতুক বা কংগ্রেস জিতুক সেটা আমার কাছে কোন বিষয় নয়। তবে আমাদেরকে ধোকা দিয়ে আনা হয়েছে।
যখন সাধুদের জিজ্ঞাসা করা হয়, আপনারা কাকে ভোট দেবেন তখন উত্তরে ওই সাধু বলেন আমি তাকেই ভোট দেব যে আমার ধর্মের জন্য কার্য করবে। কোনো পার্টির সাথে আমার ব্যক্তিগত লেনদেন নেই। কিন্তু এখানে আমাদের মিথ্যা বলে আনা হয়েছে যা সম্পুর্নরূপে অধর্ম। আমাদেরকে ২০০০ থেকে ৫০০০ টাকার দক্ষিণা দেওয়ার কথা ছিল কিন্তু কিছুই মেলেনি। উনি বলেন, আমরা কম্পিউটার বাবার কথা শুনে এখানে এসেছিলাম কিন্তু আমাদের সাথে ধোকা হয়েছে। অন্যদিকে কংগ্রেস পার্টি দাবি করেছে, এবারের নির্বাচনে সাধু সন্তরা সাথ দিয়েছে।
দেশের তথাকথিত নিরপেক্ষ মিডিয়াও একই সুরে খবর পরিবেশন করেছে। কিন্ত গ্রাউন্ড রিপোটিং করার পর আসল তথ্য সামনে এসেছে। দক্ষিণা তো দূর উল্টে মিথ্যার আশ্রয় নিয়ে ঠকানো হয়েছে সন্ন্যাসীদের। কংগ্রেস পার্টি ষড়যন্ত্র করে মিথ্যার আশ্রয় নিয়ে সাধু সন্ন্যাসীদের ঠকিয়েছে। ভোপালে দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে বিজেপি সাধ্বী প্রজ্ঞাকে মাঠে নামিয়েছে। যার দরুন দিগ্বিজয় ঘাবড়ে গিয়ে নরম হিন্দুত্বের ছবি পেশ করতে মিথ্যা বলে সাধুসন্তদের ডেকে এনেছে। সাধু সন্তরা তাদের ত্যাগ ও তপস্যার কারণে ভারতের গৌরব। কিন্তু কংগ্রেস পার্টি কিছু ভন্ড সাধুর সাথে মিলে পুরো সাধু সন্যাসীদের সমাজকে ভ্রমিত করার কাজ করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WxJ7yR
Bengali News