লোকসভা নির্বাচন ২০১৯ এর প্রচারের জন্য হরিয়ানার রোহতাক শহরে যান কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। আর সেখানে এক মহিলা ওনাকে জুতো ছুঁড়ে মারেন। এই ঘটনার পর অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। যদিও মহিলার ছোড়া জুতো সিধুর গায়ে লাগেনি। তবুও এই ঘটনার পর সবাই অবাক হয়ে যান। মহিলা যখন জুতো ছুঁড়েছিলেন, সিধু তখন মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছিলেন।
জুতো কাণ্ডের পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। সুরক্ষায় থাকা পুলিশ কর্মীরা সিধুর উপরে জুতো দিয়ে আক্রমণ করা মহিলাকে গ্রেফতার করে। পুলিশ জানায় যে, সিধুকে উদ্দেশ্য করে জুতো ছোঁড়ার পর চটে যান কংগ্রেস নেতা। মহিলা জানান, সিধু বিজেপিতে সুবিধা না করতে পেরে এখন কংগ্রেসে গেছে।
Rohtak: A woman was detained yesterday allegedly for attempting to throw slipper at Punjab Minister Navjot Singh Sidhu during a public meeting. #Haryana pic.twitter.com/WqWMjIxbOg
— ANI (@ANI) May 9, 2019
মহিলা বলেন, প্রথমে সিধু আগে মনমোহন সিং, সোনিয়া গান্ধীর নিন্দা করত। এখন বিজেপি আর নরেন্দ্র মোদীর নিন্দা করে। এই ঘটনার পর সিধু সভা ছেড়ে যাওয়ার সময় কয়েকজন মানুষ তাঁকে কালো পতাকা দেখায়। এই ঘটনার পর কংগ্রেস কর্মীরা কালো পতাকাধারীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়াচ্ছে দেখে পুলিশ পরিস্থিতি সামাল দেয়, এবং জনসভার সমাপ্তি ঘটায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vOBiJn
Bengali News