রবিবার গোটা দেশ জুড়ে চলছি ২০১৯ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। আর এরাজ্যে ষষ্ঠ দফার ভোটে ৮ টি আসনে চলছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই তৃণমূলের দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান বিজেপির বুথ কর্মী। এবং তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন বিজেপির দুই কর্মী। ভোট শুরু হতেই বেড়ে ওঠে তৃণমূলের সন্ত্রাস। দফায় দফায় বিজেপির প্রার্থী ভারতী ঘোষ (Bharati Ghosh) এর উপর করা হয় হামলা। তৃণমূলের হামলাতে রক্তাত্ব হন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ছাড় পাননা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মীরা। এমনকি অনৈতিক ভাবে বিজেপির নেতা মুকুল রায়ের গাড়ির তল্লাশির অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে।
আট কিছু করেও খান্ত হয়নি তৃণমূল। গতকাল বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বসিরহাটে দলীয় প্রার্থীর প্রচারে গেছিলেন। সেখান থেকে ফেরার পথে দক্ষিণ ২৪ পরগণার দত্তপুকুরের কদম্বগাছি এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। বিজেপি সূত্র অনুযায়ী, বসিরহাটে প্রচার সেরে কলকাতা ফেরার পথে টাকি রোডে তৃণমূলের দুষ্কৃতীরা বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা করে।
Driving bk frm Bashirhat after a rwlly for fellow BJP candidate SayantanBasu•Stopped 2 hv some tea•People taking selfies, cordial chats but suddenly a bunch of #TMchhi goons arrive &start shouting dirty slogans!Resisted by my security, they break their car&try on me too #TMchhi pic.twitter.com/r64ZiphN7F
— Chowkidar Babul Supriyo (@SuPriyoBabul) May 12, 2019
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তৃণমূল নেতা উদজামানের নেতৃত্বে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূলের এই হামলায় আহত হন বাবুল সুপ্রিয়র দুই নিরাপত্তা রক্ষী। ভাঙচুর চালানো হয় সিকিউরিটি ভ্যানেও। বাবুল সুপ্রিয় জানান, ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ভিডিও ফুটেজ সহ অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফ থেকে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে দত্তপুকুর থানার আইসিকে অপসারণের দাবি তোলা হয়েছে। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2E6aCIB
Bengali News