-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

স্বাধীন ভারতের প্রথম জঙ্গি হিন্দু ছিলো! ফের হিন্দু ধর্মকে অপমান করে বিতর্কিত মন্তব্যে কমল হাসানের !

- May 13, 2019

তামিলনড়ুতে নির্বাচনী প্রচারে নেমে কমল হাসান (Kamal Haasan) এর একটি বয়ান চারিদিকে বিতর্কের ঝড় সৃষ্টি করে। কমল হাসান বলেন, ‘ এখানে প্রচুর পরিমাণে মুসলিম আছে বলে আমি এই কথা বলছি না। আমি এটা মহত্মা গান্ধীর মূর্তির সামনে বলছি। স্বাধীন ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু ছিল। তাঁর নাম নাথুরাম গডসে।”

কমল হাসান তামিলনাড়ুর Aravakurichi বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। সেখানে আগামী ১৯ মে উপ নির্বাচন হবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে Makkal Needhi Maiam Party এর প্রতিষ্ঠাতা কমল হাসান এই বিতর্কিত মন্তব্য করে চরম উত্তেজনা সৃষ্টি করেছেন।

নির্বাচনী প্রচারে কমল হাসান বলেন, আমি নিজেকে গর্বিত ভারতীয় মনে করি। আর ভারতে একটা চাই। কমল হাসান বলেন, তেরঙ্গার তিনটি রঙ প্রতিটি ধর্মকে একসাথে থাকার কথা বলে। হাসান বলেন ১৯৪৮ সালে মহত্মা গান্ধীর হত্যার জবাব চাই আমি।

এর আগেও ২০১৭ সালে নভেম্বর মাসে কমল হাসান শিরোনামে এসেছিলেন। তখন উনি ‘ হিন্দু সন্ত্রাসবাদী ” কথা বলে বিতর্ক সৃষ্টি করেছিলেন। তখন BJP এবং অন্যান্য হিন্দু সংগঠন গুলো কমল হাসানের চরম সমালোচনা করেছিল। Aravakurichi ওই চারটি বিধানসভা আসনের মধ্যে একটা, যেখানে আগামী ১৯ মে অন্তিম দফার নির্বাচনে উপ নির্বাচন হওয়ার কথা। কমল হাসানের দল Makkal Needhi Maiam Party ওই বিধানসভা আসন থেকে মোহনরাজকে প্রার্থী করেছে।

আপনাদের জানিয়ে রাখি, কমল হাসান লাইম লাইটে আসার জন্য এরকম অনেক হিন্দু ধর্ম বিরোধী মন্তব্য করেছেন। কিন্তু কখনো বিশ্ব জুড়ে চলা ইসলামিক সন্ত্রাসবাদের সমালোচনা করেন নি। ওনার মতে সন্ত্রাসবাদের কোন ধর্ম হয়না। কিন্তু হিন্দুরা সন্ত্রাসবাদী হয়। আর ওনার এই মন্তব্যের জন্য কংগ্রেস আর বাম দলগুলো ওনাকে সন্মানের শিখরে বসিয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vUkdOc
Bengali News
 

Start typing and press Enter to search