-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“জন কি বাত” এক্সিট পোল: পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন পাবে BJP,  মোদী সরকার ৩০০ পার।

- May 19, 2019

সপ্তম দফার নির্বাচন সম্পন্ন হয়ে গেছে যার ও ফলাফল ২৩ শে মে সামনে আসবে। এখন আপাতত এক্সিট পোল সামনে আসছে যার উপর একটা অনুমান করা হচ্ছে যে দেশে কোন পার্টি সরকার গঠন করবে। টাইমস নাও, নিউজ নেশন বের পর এখন “জন কি বাত” এর এক্সিট পোল সামনে চলে এসেছে। “জন কি বাত” এর এক্সিট পোল অনুযায়ী দেশে আরো একবার NDA সরকার গঠন করবে। BJP দেশে ২৫৪-২৭৪ টি আসন পাবে তবে ২৬৪ আসন পাওয়ার সবথেকে বেশি সুযোগ রয়েছে।

NDA ২৯৫ – ৩১৫ টি আসন পাবে তবে ৩০৫ টি আসন পাওয়ার সবথেকে বেশি সুযোগ রয়েছে। অন্যদিকে UPA ১২২-১২৫ টি আসন পেতে পারে যার মধ্যে ১২৪ টি আসন পাওয়ার সবথেকে বেশি সুযোগ রয়েছে। কংগ্রেস ৭১-৭৪ টি আসন পেতে পারে যার মধ্যে ৭২ টি আসন পাওয়ার সবথেকে বেশি সুযোগ রয়েছে।

BJP- ২৫৪ থেকে ২৭৪(২৬৪)
NDA- ২৯৫ থেকে ৩১৫(৩০৫)
INC-  ৭১ থেকে ৭৪(৭২)
UPA- ১২২ থেকে ১২৫(১২৪)
Others- ১২৫ থেকে ১০২(১১৩)

এবার ভোট শেয়ারের কথা বলে,
NDA:  ৪১.৫%
BJP:  ৩৪.৫%
UPA:  ২৪.৫%
INC :  ২০.৮১%

জানিয়ে দি, উত্তরপ্রদেশে ও পশ্চিমবঙ্গের উপর এবারে সবথেকে বেশি নজর ছিল। উত্তরপ্রদেশে বিজেপি ৫১ টি আসন পাবে বলে দাবি এই এক্সিট পোলের। অন্যদিকে SP-BSP ২৬ টি আসন পাবে , কংগ্রেস ৩ টি আসন পেতে পারে। পশ্চিমবঙ্গের জন্য বিজেপি ১৮ থেকে ২৬ টি আসন পেতে পারে। যদিও ১৮ টি আসন পাওয়ার সবথেকে বেশি সুযোগ রয়েছে। কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে শাসক দল TMC ২১ আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। একইসাথে CPM শুন্যটি আসন পাবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস উত্তরবঙ্গে আসন বৃদ্ধি করে ৩ টি পেতে পারে বলে দাবি এই এক্সিট পোলের।

পশ্চিমবঙ্গ
BJP- ১৮ থেকে ২৬(১৮)
CPM-  ০
TMC- 21 থেকে ১৩(২১)
INC- 3



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2w3P2jA
Bengali News
 

Start typing and press Enter to search