বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল আজ। ভারতের মোট ৫৪৩ টি আসনের মধ্যে ২০১৯ এর নির্বাচনে ৫৪২ টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তামিলনাড়ুর ভেলোর আসনে নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। সপ্তম দফার নির্বাচন শেষ হতেই প্রতিটি নিউজ এজেন্সি আর সমীক্ষা এজেন্সি গুলো এক্সিট পোল দেখিয়েছে। আসুন দেখে নিই, সমীক্ষা এজেন্সি গুলোর এক্সিট পোলে কি বলছে?
Today’s Chanakya Exit Poll 2019 :
নিউজ ২৪ চাণক্য এর এক্সিট পোল অনুযায়ী, বিহারে এনডিএ ৩২ টি আসন এবং কংগ্রেস ৮ টি আসন জিততে পারে। আজতক এক্সিট পোলঃ উত্তর প্রদেশে বিজেপি ৬২ থেকে ৬৮ আসন। জোট ১০-১৬ আসন এবং ১-২ আসন পেতে পারে কংগ্রেস। উত্তর প্রদেশে বিজেপি ৪৮ শতাংশ ভোট পেতে চলেছে। কংগ্রেস ৮ শতাংশ এবং মহাজোট ৩৯ শতাংশ ভোট পেতে চলেছে।
India TV Exit Poll 2019 :
ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী, উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে বিজেপি ৫০, মহাজোট ২৯ টি আসন আর কংগ্রেস ২ টি আসনে জয়লাভ করতে পারে। নিউজ ১৮ এর সমীক্ষা অনুযায়ী এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এনডিএ ৩৩৬, ইউপিএ ৮২ এবং অন্যান্য ১২৪ টি আসনে জিততে পারে।
abp nielsen exit poll 2019 :
এবিপি নিয়েলসন এর সমীক্ষা অনুযায়ী, এনডিএ ২৬৭, ইউপিএ ১২৭ আর অন্যান্য ১৪৮ আসনে জিততে পারে। এবিপি নিয়েলসনের পোল অনুযায়ী এনডিএ ৩১ শতাংশ ভোট, ইউপিএ ২২ শতাংশ আর অন্যান্য ৪৭ শতাংশ ভোট পেতে পারে।
aaj tak exit poll 2019 / India Today exit poll 2019 :
আজতক এক্সিস পোলঃ বিহারে এনডিএ ৩৮-৪০ মহাজোট ০-২ আসন পাচ্ছে। নিউজ ১৮ অনুযায়ী, মহারাষ্ট্রে বিজেপি ৪২-৪৪ কংগ্রেস ৪-৬ আসন পেতে পারে। ইন্ডিয়া টিভি – সিএনএনঃ মুম্বাইয়ে বিজেপি ২, শিবসেনা ৩, এনসিপি ১ আর কংগ্রেস শূন্য। টাইমস নাও ভিএমআরঃ পশ্চিমবঙ্গে এনডিএ ১৫, ইউপিএ ২ আর তৃণমূল ২৫ টি আসন পেতে চলেছে।
পশিম্বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার দাবি করেছে যে, বিজেপি শুধু এরাজ্যেই না গোটা ভারতে শূন্য আসন পাবে। এরপর তিনি আবার এও বলেছিলেন যে বিজেপি ১০০ আসনের মধ্যে আটকে থাকবে। কিন্তু মমতা ব্যানার্জীর সমস্ত ভবিষ্যৎবাণী বিফলে গেলো। বিজেপি আগামী ২৩ মে আবার সরকার গঠন করতে চলেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2HrgHkS
Bengali News