West Bengal Lok Sabha election dates 2019 :
লোকসভার ঘণ্টা বেজে গেছে। লোকসভা নির্বাচনের জন্য সমস্থ দল মাঠে নেমে পড়েছে। একদিকে মোদী তো অন্যদিকে বিরোধিরা জোট বেঁধেছে। আজকেই নির্বাচন কমিশন জানিয়ে দিল লোকসভা নির্বাচনের সময়সীমা। দিল্লীর বিজ্ঞান ভবনে আজ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেখান থেকেই করে দেওয়া হয়েছে লোকসভার জন্য সময়ের বিশেষ ঘোষণা।
সাত দফায় সম্পন্ন হবে ভোট। ১১ই এপ্রিল থেকে ১২ই মে পর্যন্ত নেওয়া হবে ভোট। ফলাফল ঘোষণা করা হবে ২৩শে মে।
#LokSabhaElection2019: 1st phase polling to be held on 11th April, 2nd phase on 18th April, 3rd phase on 23rd April, 4th phase polling to be held on 29th April, 5th phase polling on 6th May, 6th phase polling on 12th May, 7th phase 12th May. Counting of all phases on 23rd May. pic.twitter.com/1IcW8KGg91
— ANI (@ANI) March 10, 2019
এই নির্বাচনে ৯০ কোটি জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটার লিস্ট একবার প্রকাশিত হওয়ার পর, আপনি আর নিজের নাম কাটতে পারবেন না ভোটার লিস্ট থেকে। ১৯৫০ নম্বরে ডায়াল করে আপনি ভোটার লিস্টের তথ্য হাসিল করতে পারবেন।
১০ লক্ষ ভোটদান কেন্দ্র থাকবে গোটা দেশে, ২০১৪ সালে ৯ লক্ষ ভোটদান কেন্দ্র রাখা হয়েছিল। এইবার ভোটদান কেন্দ্রে ইভিএম এর সাথে ভিভিপ্যাডের ও ব্যাবহার হবে।
বর্তমান লোকসভার মেয়াদ ৩রা জুন শেষ হতে চলেছে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেই নির্বাচনী বিধি চালু হয়ে যাবে। আর নির্বাচনী বিধি চালু হওয়ার পর থেকে সরকার আর কোন নীতিগত ঘোষণা করতে পারবে না।
আজ ঘোষণা হল ২০১৯ এর লোকসভা নির্বাচনের দিন ও তারিখ। মোট সাত দফায় ভোট হবে। আর প্রতি দফায় ভোট হবে এরাজ্যে। ১১ই এপ্রিল প্রথম দফায় রাজ্যের ২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৮ই এপ্রিল রাজ্যে ৩টি আসনে ভোট হবে। তৃতীয় দফা ২৩ এপ্রিল রাজ্যের ৫টি আসনে ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৮ টি আসনে ভোট।
৬ মে পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোট। ১২ই মে ষষ্ঠ দফায় রাজ্যের রাজ্যের ৮ টি আসনে ভোট। ১৯মে সপ্তম এবং শেষ দফায় রাজ্যের ৯টি আসনে ভোট হবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2ToR8se
Bengali News