আজই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হল। এবার গোটা দেশে সাত দফায় হতে চলেছে ভোট। আর সবথেকে বড় ব্যাপার হল এবার সাত দফাতেই এরাজ্যেও হবে ভোট। ১১ই এপ্রিল প্রথম দফায় রাজ্যের ২টি আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় ১৮ই এপ্রিল রাজ্যে ৩টি আসনে ভোট হবে। তৃতীয় দফা ২৩ এপ্রিল রাজ্যের ৫টি আসনে ভোট। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৮ টি আসনে ভোট।
৬ মে পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোট। ১২ই মে ষষ্ঠ দফায় রাজ্যের রাজ্যের ৮ টি আসনে ভোট। ১৯মে সপ্তম এবং শেষ দফায় রাজ্যের ৯টি আসনে ভোট হবে। নজিরবিহীন ভাবে এই প্রথমবার প্রতিটি দফায় ভোট হতে চলেছে এরাজ্যে। এই নিয়ে নির্বাচনের উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে অনুমান করা যেতে পারে যে, রাজ্যে নির্বাচন নিয়ে বিরোধীদের বারবার লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ ওঠানর পরই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সাত দফায় নির্বাচন হওয়ার পর ২৩শে মে গণনা হবে।
আর আজ ভোট ঘোষণার দিনে বড়সড় ভাঙন ধরল বাম শিবিরে। শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুরনিগমের বর্তমান মেয়র বাম নেতা অশোক ভট্টাচার্য এর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য যোগ দিলেন বিজেপিতে। অর্কদীপ দার্জিলিং এর বিজেপির সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে আজ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।
লোকসভা নির্বাচনের আগে অর্কদীপের বিজেপি যোগ চরম দুশ্চিন্তায় ফেলে দিলো বাম দলকে। একদিকে যখন ঘিরে দাঁড়ানোর জন্য মাটি কামড়ে থাকার চেষ্টা করছে বাম শিবির। তখন আরেকদিকে ‘অশোক মডেল” এর পরিবারের সদস্য দল ছেড়ে বিজেপিতে যোগদান বড় ধাক্কা দিতে চলেছে রাজ্যের বাম ব্রিগেডকে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2VOvYQZ
Bengali News