কর্ণাটক কংগ্রেসের নেতা বেলুর গোপালকৃষ্ণনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে তিনি প্রকাশ্যে কংগ্রেসের কর্মীদের নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য উস্কানি আর সুপারি দিচ্ছেন। যদিও এটাই প্রথম না। এর আগে উত্তরপ্রদেশ কংগ্রেসের এক নেতা নরেন্দ্র মোদীকে কুচিকুচি করে কেটে ফেলার হুমকি দিয়েছিলেন।
শুধু এরাই না, এদের সাথে সাথে জঙ্গি গোষ্ঠী গুলোও নরেন্দ্র মোদীকে হত্যা করার হুমকি দিয়েছিল। তবে দেশের স্বঘোষিত গণতান্ত্রিক দলের নেতার মুখে এই মন্ত্যব্যের পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। একদিকে তাঁরা গান্ধীজির আদর্শের কথা বলে এক গালে চর মারলে আরেক গাল পেতে দেওয়ার কথা বলেন। আরেকদিকে বারবার নির্বাচনে হেরে দেশের প্রধানমন্ত্রীকে মারার সুপারি দেন।
Belur Gopalakrishna, a Congress leader in a official party function calls for assassination of democratically elected PM Sri @narendramodi ji.
Instigating for assassination of PM of a country is a nation threat & we urge @HMOIndia, @CPBlr to impose legal action immediately. pic.twitter.com/Tg9GO0FCdM
— BJP Karnataka (@BJP4Karnataka) March 5, 2019
বিজেপির তরফ থেকে কংগ্রেস নেতা বেনু গোপালকৃষ্ণনের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই দেশ জুড়ে হইচই পরে যায়। দেশের সর্বোচ্চ পদে থাকা একটি মানুষকে দেশের আরেক নেতা কি করে এমন তালিবানি হুমকি দিতে পারে? তাহলে সত্যিই কি কংগ্রেসে হারতে হারতে শেষে জঙ্গি দলে পরিণত হতে চলেছে?
পুলওয়ামা হামলার পর এই কংগ্রেসই পাকিস্তানের সমর্থনে নামে। আবার এয়ার স্ট্রাইকের পর কংগ্রেসের মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে পাকিস্তান। কংগ্রেস মোদী বিরোধিতা করতে করতে এখন দেশ বিরোধী হয়ে গেছে। তাই এবার বিবেচনা আপনাদের করতে হবে। আপনি কার পক্ষে থাকবেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NIRnIP
Bengali News