জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের চাপের ফল এখন দেখা যাচ্ছে। পাকিস্তান জৈশ এ মহম্মদ এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। সেখানে জৈশ এ মহম্মদ এর প্রধান মাসুদ আজাহারের ভাই মুফতি আব্দুর রাউফ আর হামাদ কে গ্রেফতার করেছে পাকিস্তান। দুজনেই জৈশ এর জন্য কাজ করত, তাছাড়াও আলাদা আলাদা জঙ্গি সংগঠন থেকে ৪২ অন্য জঙ্গিদের গ্রেফতার করেছে পাকিস্তান।
হামাদ আর রাউফ মৌলানা মাসুদ আজাহারের ভাই। এই দুজনের নাম ভারতের ওই ডজিয়ারে আছে, যেটা পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। পাকিস্তানের মন্ত্রী শাহির আফ্রিদি আর স্বরাষ্ট্র সচিব প্রেস কনফারেন্স করে এই ঘটনার কথা জানায়।
আরও পড়ুনঃ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে গেলো ভারতীয় সাবমেরিন, এই ঘটনায় চরম আতঙ্কে পাকিস্তান
যদিও এটা পাকিস্তানের ষড়যন্ত্র মধ্যেই পরে। কারণ পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আর না নেওয়া সমান। পাকিস্তানে জঙ্গিরা নিজদের ডেরার থেকে বেশি সুবিধা এবং সুরক্ষা পায় জেলে। এটা জাস্ট লোক দেখানো পদক্ষেপ আর কিছুই না!
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EFpVY2
Bengali News