পাকিস্থান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আজ পাকিস্থান বিশ্বজগতে অসহায় হয়ে পড়েছে। পুলবামা হামলার পর পুরো বিশ্ব পাকিস্থানের উপর থু থু করতে শুরু করেছে। সমস্ত দেশ একসাথে ভারতের সাথে দাঁড়িয়ে পড়েছে। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্ন করেন। ফোন করে পাকিস্থানকে ধমক দেন বলে খবর আসছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে ইমরান খানকে ফোন করে আতঙ্কবাদের উপর কার্যবাহী করার আদেশ দেন।
পুলবামা হামলার পর থেকে ভারত আন্তর্জাতিক স্তর থেকে লাগাতার পাকিস্থানের উপর চাপ সৃষ্টি করছে যার ফল এখন হাতে নাতে পাওয়া যাচ্ছে। ভারতের পাইলট অভিনন্দনকে বাধ্য হয়ে ছেড়েছে পাকিস্থান, কিন্তু পুরো বিশ্বের কাছে নিজেদের শান্তির দূত দেখানোর চেষ্টা করছে। তবে শান্তির দূত সাজার এই মিথ্যা নাটক আর কোনো দেশের সামনে টিকছে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী সরাসরি ইমরান খানকে ফোন করে আতঙ্কবাদী নিয়ন্ত্রণ করতে বলেন।
জানিয়ে দি, পাকিস্থান একটা কট্টরপন্থীদের দেশ। পাকিস্থানের ছোটো ছোটো বাচ্চাকে ভারতের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয় এবং তাদের মনের মধ্যে ভারতের প্রতি হিংসা ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্থানের অস্থিত পুরোপুরি জিহাদের উপর এবং পাকিস্থানের সরকারও পাক সেনা ও আতঙ্কবাদীদের কথামত চলে। এই কারণে পাকিস্থানের সরকার কোনোদিন জিহাদী আতঙ্কবাদীদের নিয়ন্ত্রণ করতে পারে না।
তবে এটা নরেন্দ্র মোদীর যুগ এবং মোদী সরকার পাকিস্থানের আতঙ্কবাদীদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার জন্য যদি বার বার পাকিস্থানে ঢুকে মারতে হয় তবে সেটাই করবে ভারতের সেনা। একইসাথে ভারত লাগাতার পাকিস্থানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে যার ফলে পুরো বিশ্ব একসুরে পাকিস্থানের বিরূদ্ধে মাঠে নেমেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TfskTA
Bengali News