পাকিস্তান সরকারের Ministry of Information and Broadcasting এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অভিনন্দন বর্তমানের কারি করা ভিডিও ডিলিট করা হয়েছে। জেনেভা সন্ধি আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পর পাকিস্তান নিজদের দোষ বুঝতে পেরেই ওই ভিডিও ডিলিট করে।
উইং কম্যান্ডার এর মুক্তির আগে পাকিস্তান সরকারের Ministry of Information and Broadcasting নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও জারি করেছিল। পাকিস্তান গোটা বিশ্বের সামনে ১ঃ২৮ সেকেন্ডের একটি ভিডিওকে ১৮ বার কাট করে নিজেদের ভাবমূর্তি ঠিক করতে চাইছিল। কিন্তু পরে নিজদের দোষ বুঝতে পেরে ওই ভিডিও ডিলিট করতে বাধ্য হয় পাক সরকার।
প্রাপ্ত খবর অনুযায়ী পাকিস্তান সরকার এবং পাকিস্তানের Ministry of Information and Broadcasting চরম চাপে পরেই ওই ভিডিও ডিলিট করতে বাধ্য হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2tPsAcB
Bengali News