শোনা যাচ্ছে জৈশ এ মহম্মদ এর প্রধান মৌলানা মাসুদ আজহারের মৃত্যু হয়েছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ২রা মার্চই জঙ্গি আজাহারের মৃত্যু হয়েছে। এটাও শোনা যাচ্ছে যে পাকিস্তানি সেনার অনুমতির পরেই জৈশ এর প্রধান মাসুদ আজহারের মৃত্যুর অফিসিয়ালি ঘোষণা করা হবে।
रिटायर्ड कर्नल आशीष खन्ना बोले, हो सकता है कि मौलाना मसूद एयर स्ट्राइक में ही घायल हुआ और उसी कैम्प में रहा हो जिस पर स्ट्राइक हुई. और अब इलाज के दौरान मरा हो, लेकिन पाकिस्तान इस बात को भी छुपाना चाहे pic.twitter.com/UrqkXi1MMC
— News18 India (@News18India) March 3, 2019
CNN এ দেওয়া একটি সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশ মন্ত্রী মেহমুদ কুরেশি বলেছিলেন, ‘যতদূর আমি জানি, উনি চরম অসুস্থ আর অসুস্থাতার জন্য তিনি ঘর থেকেও বের হতে পারেনা।” পাকিস্তানের বিদেশ মন্ত্রী মাসুদের পক্ষ নিয়ে বলেছিলেন যে, ‘মাসুদ পুলওয়ামা হামলার দায় স্বীকার করেনি।
রিটায়ের্ড কর্নেল আশিস খান্না বলেন, ‘ মৌলানা মাসুদ আজহার এয়ার স্ট্রাইকে আহত হয়েছিল। এয়ার স্ট্রাইকের সময় সে ওই ক্যাম্পেই ছিল। আর চিকিৎসার সময় মারা যায়। কিন্তু পাকিস্তান এই কথা সবার থেকে লুকাতে চাইছে।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Hdd1n2
Bengali News