পাকিস্থানের যে কোনো রাজনৈতিক দল হোক, সব দল ভারতের বিরুদ্ধে একজোট। কিন্তু ভারতে বিরোধী দলগুলি সেই কথা বলছে যেটা পাকিস্থান বলছে। আর এই বিষয়টিকে খুবই গর্বের সাথে পাকিস্থানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ খুরেসি বলছেন। হামির মির নামক এক পাকিস্থানি সাংবাদিককে খুরেসি ইন্টারভিউ দিচ্ছিলেন।
খুরেশি বলেছেন- “ভারতকে নিয়ে আমাদের পুরো পাকিস্থান দেশ এক, কিন্তু ভারতে কংগ্রেস ও বাকি বিরোধীদলগুলি মোদীর উপর প্রশ্ন তুলেছে, এর থেকে ভালো আমাদের জন্য কি হতে পারে।”
জানিয়ে দি, দেশে কংগ্রেস ও বাকি বিরোধী দলগুলি পাকিস্থানের ভাষায় কথা বলছে অর্থাৎ পাকিস্থান ভারতের বিরুদ্ধে যা যা বলছেন ভারতের বিরোধী দলগুলিও সেই কথা বলছে। এই ঘটনা পাকিস্থানের নেতা মন্ত্রীদের খুশি করছে। পাকিস্থানের নেতা মন্ত্রীরা এতে খুবই খুশি যে ভারতের বিরূদ্ধে পুরো পাকিস্থান একজোট কিন্ত পাকিস্থানের বিরুদ্ধে ভারতের বিরোধী দলগুলি ভারতের সরকার ও সেনার উপরেই প্রশ্ন তুলেছে।
Congratulations Congress. This endorsement from Pakistan will truly make you proud! pic.twitter.com/euJIR26tAL
— BJP (@BJP4India) March 5, 2019
আজ ভারতের নেতারা রাজনীতির জন্য ভারতের সরকার ও সেনার উপর প্রশ্ন তুলেছে। যা নিয়ে পাকিস্থান বিশ্বে ভারতের বদনাম করছে। শুধু এই নয়, লজ্জায় বিষয় এই যে রাজনীতি এমন জায়গায় পৌঁছে গেছে যে বায়ুসেনার প্রধানকে প্রেস কনফারেন্স করে বিরোধিদের উত্তর দিতে হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2NH1oWG
Bengali News