কারও মাথায় আর কপালে আপনি তিলক নিশ্চই দেখেছেন। আপনি নিজেও পরেছেন। আর কেউ কেউ তো রোজই কপালে তিলক পরেন। এটা আজ থেকে না। এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। তিলক অনেক প্রকারেরই হয়। যেমন সিঁদুরের, চন্দনের। তাছাড়াও অনেক ডিজাইনের ও তিলক হয়।
কিন্তু সেই তিলক দেখেই কংগ্রেসের এক বরিষ্ঠ নেতা ভয় পেয়ে জান। সেই কংগ্রেস নেতার নাম সিধারমাইয়া, উনি কংগ্রেসের দিজ্ঞজ নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উনি সেই নেতা, যিনি টিপু সুলতানের জন্ম জয়ন্তী পালন করে ওনাকে মহান নেতা বলেন। কিন্তু তিলকধারী কাউকে দেখলেই উনি ভয় পান।
#WATCH Former Karnataka CM and Congress leader Siddaramaiah, says, "I am scared of people who put long tikas with kumkum or ash", at an event, in Badami, Karnataka, yesterday pic.twitter.com/2UMjVI3DkL
— ANI (@ANI) March 6, 2019
সিধারামাইয়া বলেন, কারও মাথায় তিলক, সিঁদুর দেখলেই আমার ভয় লাগে। এবার আপনিই বুঝে নিন এদের মত মানুষ ক্ষমতায় আসলে কি করতে পারে। ইনি তিলক, সিঁদুর দেখে ভয় পান। কিন্তুউ জৈশ-এ-মহম্মদ এর জঙ্গি দেখে না।
স্বভাবতই কপালে সিঁদুর হিন্দু মেয়েরাই দিয়ে থাকে। আর তিলক ও হিন্দুরাই দিয়ে থাকে। তাই কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বয়ান যে সরাসরি হিন্দু ধর্মকে অপমান করা হল, সেটাই বলাই বাহুল্য।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2ThBWgB
Bengali News