দিল্লির লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে জোট না হওয়ার সোজাসুজি লাভ বিজেপি পাচ্ছে। এবিপি নিউজের তরফ থেকে করা সমীক্ষা অনুযায়ী এই বারের লোকসভা নির্বাচনে দিল্লির প্রতিটি আসনেই আবারও জয়লাভ করতে চলেছে বিজেপি।
এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী বিজেপি ৪৭ শতাংশের ও বেশি ভোট পাবে। আরেকদিকে আম আদমি পার্টি ২০ এবং কংগ্রেস ২২ শতাংশ ভোট পাবে।
পুলওয়ামা হামলার পর নরেন্দ্র মোদীর কড়া সিদ্ধান্ত এবং পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর দেশের মানুষের মুড বদলেছে। সবাই আবার নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে সন্মান জানিয়ে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে বেছে নিতে চায়।
আরেকদিকে খবর আসছে যে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কংগ্রেসের কর্মীদের সাথে কথাবার্তা বলার পর আম আদমি পার্টির সাথে জোট করবে না বলে জানিয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলার আগে করা সমীক্ষায় বিজেপি দিল্লীতে ৪৫ শতাংশ, কংগ্রেস ২৪.৫ শতাংশ এবং আম আদমি পার্টি ২৩ শতাংশ ভোট পেত বলে দেখা গেছে। এর মানে এটা স্পষ্ট যে দিল্লীতে হওয়া লোকসভা নির্বাচনে আবারও দিল্লির মানুষ বিজেপির উপরেই ভরসা দেখাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UmArKt
Bengali News