নির্বাচনের আগে শক্তি বৃদ্ধি করছে বিজেপি। আর সেই ক্রমেই উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা জোটকে বড়সড় ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিলেন মায়াবতী সরকারের আমলের মন্ত্রী বেদরাম ভাটি। উত্তরপ্রদেশের বিজেপির সভাপতি মহেন্দ্রনাথ পান্ডে ওনার হাতে বিজেপির পতাকা তুলে দেন।
আজ লখনৌতে অনেক দল থেকেই প্রচুর কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। উত্তরপ্রদেশ বিজেপি সভাপতি মহেন্দ্রনাথ পান্ডে ১৬ জনের হাতে বিজেপির পতাকা তুলে দেন। তাঁদের মধ্যে উত্তরপ্রদেশের বুন্দেলশহরের সিকান্দ্রাবাদ থেকে দুবারের বিধায়ক বেদরাম ভাটি ও ছিলেন।
বেদরাম গ্রেতার নয়ডা থেকেও একবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, উনি মায়াবতী সরকারের আমলে মন্ত্রীও ছিলেন। মায়াবতীর দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বড়সড় ধাক্কা খেতে চলেছে বুয়া-ভাতিজা জোট। কারণ বেদরাম ভাটি এলাকার দোর্দণ্ড প্রতাপ নেতা বলেই পরিচিত। এবং ওনার অনুগামীও অনেক।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Hon09t
Bengali News