PoK থেকে ভারতীয় সেনার হামলার পর বড় খবর আসছে। পাকিস্তান ইন্ডিয়ান এয়ারফোর্সকে আটকানোর জন্য তাঁদের F16 ফাইটার জেট ব্যাবহার করেছিল। কিন্তু ভারতীয় সেনার সামনে তাঁরা ১সেকেন্ড ও টিকতে পারেনি। ভারতীয় বায়ুসেনার সামনে F16 বিমান নস্যি বলে প্রমাণিত হল।
ভারতের থেকে বদলা নিতে এসে, শেষে নিজের জীবন বাঁচিয়ে পালাতে বাধ্য হল পাক বায়ুসেনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওয়স্টার্ন এয়ার কম্যান্ড এই অভিযানকে সফল করে, পাক বায়ুসেনার বিমান F16 কে পালাতে বাধ্য করে।
পাকিস্থানের এয়ার ডিফেন্স ভারতের সামনে সম্পূর্ণরূপে দুর্বল তা প্রমাণিত হয়ে গেছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে যদি চাই তাহলে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি পর্যন্ত উড়িয়ে দেওয়া হবে। পাকিস্থানে এতটা প্যানিক সৃষ্টি হয়েছে যে এবার তারা চীনের সাথে হটলাইনে কথা বলতে শুরু করেছে।
পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাকে পূর্ন স্বাধীনতা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। শুধু ছিল সময়ের অপেক্ষা। আর আজ এলো দ্য জাজমেন্ট ডে। হ্যাঁ পাকিস্তানের মত আমাদের নেতা মন্ত্রীরা পরমাণু হামলার হুমকি দেয়নি, শুধু প্রধানমন্ত্রী বলেছিলেন ‘এর বদলা নেবই। দেশবাসীর মনে যেই আগুন জ্বলছে, সেই আগুন আমার মনেও জ্বলছে।” আর সেই আগুনে আজ পুড়লো পাকিস্তান। আর তারই পরিনিতি আজকের এয়ার স্ট্রাইক।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EyxlOg
Bengali News