পুলবামা হামলার বদলা নেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় সেনা। পাকিস্থানের রাজধানী ইসলবাদের কাছে বালাকোটে ভারতীয় বায়ু সেনা এয়ার স্ট্রাইক করেছে। যার ফলস্বরূপ পাকিস্থানের বহু সৈনিক ও আতঙ্কবাদী শেষ হয়েছে। ভারতের বায়ুসেনার ১২ টি মিরাজ বিমান পাকিস্থানের উপর স্ট্রাইক করার জন্য নামানো হয়েছিল। অন্যদিকে পাকিস্থানের একটা ড্রোন গুজরাটের কচ্ছে প্রবেশ করার চেষ্টা করছিল। ভারতের সেনা পাকিস্থানের ওই ড্রোনের উপর ফায়ারিং ধ্বংস করে দিয়েছে।
ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্থানের ১৩ টি লঞ্চপ্যাডের খবর পেয়েছিল। সেই ১৩ টি লঞ্চ প্যাডকে ভারতীয় সেনা ভয়ঙ্করভাবে ধ্বংস করে দিয়েছে এবং পাকিস্থানের মোট ৪ টি এয়ার জেট ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত বেশকিছুদিন ধরেই পাকিস্থানের ১৩ টি লঞ্চপ্যাডের উপর নজর রাখছিল। এই লঞ্চপ্যাডগুলিকে পাকিস্থানের সেনা সুরক্ষা প্রদান করতো।
এই ১৩ ক্যাম্পকে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় বিমান পাকিস্থানের প্রবেশ করার আগে রেডার বন্ধ করে রেখেছিল। যদিও পাকিস্থান এটা বুঝতে পেরেছিল যা ভারতের বেশ কয়েকটি বিমান ঢুকে পড়েছে। কিন্তু বুঝেও পাকিস্থানের ডিফেন্স সিস্টেম ভারতের বায়ু সেনাকে রক্ষা করতে ব্যার্থ হয়।
ভারতের এই স্ট্রাইককে কেন্দ্র করে পাকিস্থানে প্যানিক সৃষ্টি হয়েছে। পাকিস্থান এখন চীনের সাথে হটলাইনে কথাবার্তা চালাচ্ছে। চীন পাকিস্থানকে যে JF-17 এর যে দুটি বিমান দিয়েছিল সেই বিমানকেও ধ্বংস করে দিয়েছে ভারতের বায়ু সেনা।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EedylA
Bengali News