২৬ ফেব্রুয়ারি ভোরে ভারতের বায়ুসেনা পাকিস্থানে ঢুকে তান্ডব চালিয়ে এসেছে। এই কারণে পাকিস্থানের জনতার মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে এবং পাকিস্থানের মিডিয়া পাক সেনার উপর চাপ সৃষ্টি করছে।ভারতীয় মিরাজ বিমান পাকিস্থানের এয়ার ডিফেন্সকে ফেল করে দেয়। একইসাথে মিরাজ বিমানকে দেখে পাকিস্থানের f-16 পলায়ন করে। শুধু এই নয় গতকাল ভোরে ভারতের বিমান পাকিস্থানের দুটি JF-17 উড়িয়ে দিয়েছে যা চীনের থেকে নিয়েছিল পাকিস্থান।
আজ সকালে পাকিস্থানের ১তা f-16 ফাইটার জেট ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনা পাকিস্থানের ওই ফাইটার জেটকেও ফায়ারিং করে POK এই এক জঙ্গলে ফেলে দিয়েছে। পাকিস্থানের এমন অবস্থা যে তাদের সরকার জনগণের কাছে মুখ পর্যন্ত দেখাতে পারছে না। তাই এখন মিথ্যা প্রচার করতে শুরু করেছে ভিখারী পাকিস্থান।
ভিখারী পাকিস্থান তাদের জনতাকে এটা বলছে যে তারা নাকি ভারতের একটা ফাইটার জেট ভেঙে দিয়েছে। ভিখারী পাকিস্থানের সেনা প্রবক্তা বলেছেন যে আমরা আজ ভারতের একটা ফাইটার জেট ভেঙে দিয়েছি এবং ভারতের একটা পাইলটকে গ্রেপ্তার করেছি। পাকিস্থান তাদের জনতাকে খুশি করার জন্য একটা ছবিও দেখাচ্ছে।
জানিয়ে দি, পাকিস্থান তাদের জনতাকে খুশি করার জন্য যে ছবি দেখাচ্ছে সেটা আজকের নয়, ২০১৮ সালের চবি। এমনকি যে বিমানটির ছবি দেখাচ্ছে সেটা ফাইটার জেট নয় বরং ট্রেনার বিমান হক এর ছবি। পাকিস্থানের মিডিয়া তাদের জনতাকে যেটা দেখাচ্ছে তার ছবি এবং বিমানের আসল খবরের ছবি উপরে দেওয়া হয়েছে। ২০১৮ সালে ওড়িশাতে ভারতের হক বিমান দুর্ঘটনাগ্রস্থ হয়েছিল। সেই ছবিকে নিয়ে পাকিস্থান মিথ্যা প্রচার করছে এবং পাকিস্থানের জনতাকে খুশি করার চেষ্টা করছে। যদিও আজ ভারতের বায়ু সেনা পাকিস্থানের f-16 ভেঙে দিয়েছে সেই বিষয়ে নিশ্চুপ পাকিস্থান।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2tGZPyN
Bengali News