পাকিস্তানের খাইবার পাখতুনখাঁ এর বালাকোটে জৈশ এ মহম্মদ এর সবথেকে বড় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এরপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা চরম। আর এরই মধ্যে সংবাদ সংস্থা পিটিআই প্রতিরক্ষা সূত্র থেকে খবর পেয়ে জানায় যে, পাকিস্তানি বায়ুসেনা ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতে ঢোকার চেষ্টা করছিল।
জম্মু কাশ্মীরের রাজৌরির নৌসেরা গ্রামের কলাল এলাকায় পাক বায়ুসেনার বিমান দেখার খবর পাওয়া যায়। তারপর ভারতীয় বায়ুসেনার তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় ওঁরা। শোনা যাচ্ছে পাকিস্তানের জেট পালানর সময় বোম ফেলে গেছিল, যদিও ওই ঘটনায় কারও কোন ক্ষতি হয়নি।
এরই মধ্যে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় বায়ু সীমা অতিক্রম করা পাকিস্তানের এয়ারফোর্স বিমান এফ-১৬ কে ভারতীয় জওয়ানেরা উড়িয়ে দিয়েছে। সংবাদ সংস্থা এও জানিয়েছে যে, পাকিস্তান সীমান্তের প্রায় তিন কিমি ভিতরে ওই বায়ুসেনার বিমানটি ভেঙে পরে, পাইলটের কোন খোঁজ পাওয়া যায়নি এখনো।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Nwk1g3
Bengali News