-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সামনে এল বিশ্বের সবথেকে ধনী রাজনৈতিক দলের তালিকা! জানা গেল ভারতের পার্টিগুলির সম্পত্তির পরিমান

- February 04, 2022

বিশ্বের ধনী দেশ বলতে গেলে আমাদের মাথায় সবার আগে আমেরিকার যুক্তরাষ্টের নাম আসে। যদিও করোনা অবহের পর চিন এখন সে জায়গা কেড়ে নিয়েছে। বর্তমানে বিশ্বের ধনী দেশ হলো চিন। কিন্তু সম্প্রতি এমন এক রিপোর্ট সামনে এলো যা সবাইকে হতবাক করেছে। বিশ্বের ধনীতম দেশের সাথে এইটাও জানা উচিত বিশ্বের ধনীতম রাজনৈতিক দল কোনটি !

অবাক করা বিষয়টি হলো এইখানেও সবাইকে পেছনে ফেলে চিনের নামই শীর্ষে জ্বলজ্বল করছে। 2017 সালের হুনান রিপোর্ট অনুযায়ী বিশ্বের ধনীতম রাজনৈতিক দল হলো চিনের কমিউনিস্ট পার্টি। বিগত কয়েক বছর ধরে চিনের রাজনৈতিক দলে রয়েছে অনেক কোটিপতি।

ভারতে কোন রাজনৈতিক দল সবথেকে ধনী

এমনকি এই দলের কোনো বিরোধী দলও নেয়। এই একটা দল নিজে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে এবং কয়েক বিলিয়ন টাকা উপার্জন করেছে।
যদিও চিনের জনসাধারণ এই বিষয়ে একেবারেরই অবগত নন। এবার যদি ভারতের কথা বলা হয় তাহলে সম্প্রতি প্রকাশিত এ ডি আর – এর রিপোর্ট ;এই তালিকা প্রকাশ করেছে যা আরও হতবাকের।

 

এই তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় জনতা পার্টি যাদের মোট সম্পত্তি রয়েছে – 4847.78 কোটি। 698.33 কোটি সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে বহুজন সমাজবাদী পার্টি। আগে যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস ছিলো দ্বিতীয় স্থানে এখন সেই স্থান দখল করেছে বি এস পি। ভারতীয় জাতীয় কংগ্রেস রয়েছে 588.16 কোটি টাকার সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে।

The post সামনে এল বিশ্বের সবথেকে ধনী রাজনৈতিক দলের তালিকা! জানা গেল ভারতের পার্টিগুলির সম্পত্তির পরিমান first appeared on India Rag .

from India Rag https://ift.tt/QiUGCOD
Bengali News
 

Start typing and press Enter to search