বিয়ের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় ছয় খবরের শিরোনামে থাকেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা সালমান খুরশিদ। কংগ্রেসের নেতা সম্পত্তি অযোধ্যা কে নিয়ে এক বই লিখেছেন যেখানে তিনি হিন্দুত্বের তুলনা আইএসআইএস ও বোকো হারামের সাথে করেছেন। এরপরে দিল্লিতে দুজন উকিল সালমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
বিবেক গর্ভ অভিনীত জিন্দাল নামের দুইজন দিল্লি পুলিশের কাছে সালমান খুরশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেছেন সালমান খুরশিদের মধ্যে 153, 153A, 298, 502 আওতায় মামলা দায়ের করা হোক। সালমান খুরশিদের বক্তব্যের জন্য হিন্দুদের আবেগ আহত হয়েছে বলে দাবি করেছেন ওই দুই উকিল।
এদিকে বিজেপি নেতা অমিত মাল লভ্য টুইট করে লিখেছেন, আমরা ঐ ব্যক্তির কাছে কী আশা করতে পারি যার পার্টি ইসলামিক জিহাদের সাথে সমানতা আনার জন্য মুসলিম ভোট পাওয়ার জন্য হিন্দুত্বের সাথে তুলনা করেন। ১০ ই নভেম্বর সালমান খুরশিদ নিজের বই ‘সানরাইজ ওভার অযোধ্যা’ বইয়ের উদঘাটন করেন।
বইতে সালমান খুরশিদ লিখেছেন, “হিন্দু ধর্ম খুবই উচ্চ স্তরের ধৰ্ম। মহাত্মা গান্ধী এই এর জন্য প্রেরণা দিয়েছিলেন। গান্ধীজি যা প্রচার করেছিলেন সেটাই হিন্দু ধর্মের সবথেকে বড় স্তর। তার থেকে বড়ো কিছু হতে পারে না। শুধু তাই নয়, বইতে তিনি হিন্দুত্বকে ইসলামিক জিহাদের সাথে তুলনা করেন। যার পরই দুই উকিল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এক বিজেপি নেতা বলেন, যে দেশ সালমান খুরশিদকে আক্রমন করেন সেই দেশের বিরুদ্ধে উনার মনের মধ্যে বিষ রয়েছে।
The post অযোধ্যার উপর বই লিখে ফাঁসলেন সালমান খুরশিদ! যেতে হতে পারে জেল first appeared on India Rag .from India Rag https://ift.tt/3Dds2zw
Bengali News