-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

গণতন্ত্র চেয়ে উত্তাল হংকং! দমন করতে স্কুল পড়ুয়াদের জেলে পুরছে চীনের পুলিশ

- July 07, 2021


চীনা কমিউনিস্ট শাসকের দাপটে নাজেহাল অবস্থা ওই দেশের জনগণের। কিন্তু সে দেশের খবরা-খবর খুব একটা সংবাদমাধ্যমের পাতায় নজরে পড়ে না। তার একটাই কারণ জিংপিং প্রশাসন চান না তাদের ব্যর্থতার খবর সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক।

সম্প্রতি জানা গিয়েছে,গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে উত্তাল হংকং। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চীনের দমনপীড়ন। নিজের দেশের ভয়াবহ স্বরূপ প্রকাশ্যে এনে এবার গণতন্ত্রকামীদের জঙ্গী বলে দাগিয়ে দিচ্ছে কমিউনিস্ট দেশটি। এমনকি ছাড়া পাচ্ছে না সেখানকার স্কুল ছাত্ররাও।

গত ১ জুলাই অর্থাৎ চীনের কাছে হংকং হস্তান্তরের বর্ষপূর্তির দিন স্বশাসিত প্রদেশটিতে ৫০ বছরের এক ব্যক্তি এক পুলিশকর্মীকে ছুরি মেরে খুন করার পরে নিজে আত্মহত্যা করেন। পুলিশের দাবি, এটি জঙ্গী হামলা। উত্তেজনার পারদ আর চড়ে যায় যখন গত শুক্রবার সেই হামলার জায়গায় বেশ কিছু মানুষ জড়ো হয়ে ফুল দিয়ে নিহত হামলাকারীকেই শ্রদ্ধা জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেছেন হংকংয়ের চীনপন্থী প্রশাসক ক্যারি লাম।

তিনি বলেছেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ বেআইনি পথে ভুল ধারণার বশবর্তী হয়ে চলেছেন।” এদিকে, লামের ভাষণের পরই মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপে বিস্ফোরক ব্যবহারের ষড়যন্ত্র করার অভিযোগে ৬ স্কুলপড়ুয়া-সহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকলেই ‘রিটার্নিং ভ্যালিয়েন্ট’ নামে একটি স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্য। পুলিশের অভিযোগ, আদালত, সরকারি অফিসে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিল ধৃতের দল।

বিশ্লেষকগণের মতে, গণতন্ত্রকামীদের শায়েস্তা করার জন্য মিথ্যা মামলা করছে চীনা পুলিশ। স্কুলছাত্রদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ১৯৯৭ সালে ব্রিটেন যখন চীনের হাতে হংকং হস্তান্তর করে, তখন শহরের নিজস্ব চরিত্র, স্বাধীনতা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষায় রাজি হয়েছিল বেজিং। কিন্তু সেই শর্ত ভেঙে তারা যে দখলদারি কায়েম করতে চাইছে, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে হংকং থেকে সন্দেহভাজন অপরাধীদের চীনে প্রত্যর্পণের জন্য আনা একটি বিল নিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন লাম। শেষমেশ সেটি বাতিল করতে বাধ্য হন‌ তিনি। কিন্তু তারপর হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন পাশ হয়। বিচ্ছিন্নতাবাদ, চীন সরকারের বিরোধিতা, সন্ত্রাসবাদী কাজকর্ম, জাতীয় সুরক্ষা বিপন্ন করতে বিদেশিদের সঙ্গে জোট বাঁধার মতো অপরাধের শাস্তির ব্যবস্থা করা হয়েছে নয়া আইনে। হংকংয়ের রাজনৈতিক আন্দোলনকারীদের অভিযোগ, ওই আইন আদতে তাঁদের দমন করার কাজেই ব্যবহার করা হবে।

The post গণতন্ত্র চেয়ে উত্তাল হংকং! দমন করতে স্কুল পড়ুয়াদের জেলে পুরছে চীনের পুলিশ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3yzKsrC
Bengali News
 

Start typing and press Enter to search