নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকা রাজদীপ সারদেশাই আরো একবার চর্চায় উঠে এসেছেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির কাছে বকা খাওয়া হোক বা সৌরভ গাঙ্গুলি দ্বারা ট্রোল হওয়া হোক বহুক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় বার বার সবার দৃষ্টি আকর্ষন করেন রাজদীপ সারদেশাই।
রাজদীপ সারদেশাই মূলত একজন সাংবাদিক যিনি বামপন্থী ঘেঁষা বলে অনেকের দাবি। সম্প্রতি দেশজুড়ে লাভ জিহাদের একের পর এক মামলা সামনে এসেছে। যা নিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি হয়েছে।
বিশেষ করে দেশের সচেতন বর্গ লাভ জিহাদ ইস্যুকে গম্ভীরতার সাথে দেখতে শুরু করেছে। তবে এই গম্ভীরতাকে লঘু করার জন্য মাঠে নেমে পড়েছেন রাজদীপ সারদেশাই। যিনি তার এক লেখায় দাবি করেছেন যে প্রেমকে অপরাধিকরণ করা ঠিক নয়।
রাজদীপ সারদেশাই বলেছেন, লাভ জিহাদ শব্দটিকে উনি পছন্দ করেন না। তার মতে, মুসলিমদের প্রতি অত্যাধিক ঘৃণার কারণে এই ধরনের শব্দ তৈরি হয়েছে। জানিয়ে দি, জম্মু কাশ্মীরে শিখ যুবতিদের ধৰ্ম পরিবর্তনের ঘটনা পুরো দেশকে ভাবতে বাধ্য করেছিল। যারপর থেকে বেশকিছু মিডিয়ায় সংস্থা লাভ জিহাদের সম্পর্কিত ঘটনাগুলির উপর ধামাচাপা দেওয়ার চেষ্টায় নেমে পড়েছে।
আর এই বিষয়ে রাজদীপ সারদেশাই সবথেকে এগিয়ে বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, রাজদীপ সারদেশাই ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্ত করেন বলেও বহুবার অভিযোগ উঠেছে। দিল্লীতে হওয়া কৃষক আন্দোলন থেকে শুরু করে প্রণব মুখার্জির ভুল মৃত্যু খবর রটিয়ে বেশ কয়েকবার সমালোচনার শিকার হয়েছেন রাজদীপ সারদেশাই।
The post লাভ জিহাদ বলে কিছু নেই, এগুলো মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য বলা হয়: রাজদীপ সারদেশাই, বুদ্ধিজীবী first appeared on India Rag .from India Rag https://ift.tt/2Ty1KGL
Bengali News