গোরক্ষপুরঃ উত্তর প্রদেশে আগামী বছর হতে চলা নির্বাচনের আগে নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে। যোগী আদিত্যনাথকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ দেওয়া আসাদউদ্দিন ওয়াসিকে পাল্টা আক্রমণ করেছেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিষাণ। তিনি বলেন, যোগী আদিত্যনাথের বিরোধীরা ওনার তেজে নষ্ট হয়ে যাবে।
অভিনেতা থেকে সাংসদ হওয়া রবি কিষাণ বলেন, ‘যোগী আদিত্যনাথ ব্রহ্মচর্য পালন করেন। তিনি আড়াই ঘণ্টা আরতি করা সন্ন্যাসী। মহারাজকে ছুঁলে, তাঁর তেজেই নষ্ট হয়ে যাবে।” তিনি আরও বলেন, ‘শুনে নাও ওয়াইসি সাহেব, ২৪ কোটি জনতা ভারতীয় জনতা পার্টির সংগঠন, হিন্দু যুব বাহিনীর সংগঠন আপনার চ্যালেঞ্জ স্বীকার করছে। আপনি মহারাজজিকে হারানো দূরের কথা, ছুঁয়ে দেখাও, দৌড়ে হায়দ্রাবাদ পালাবে।” উল্লেখ্য, ওয়াইসি কদিন আগেই বলেছিলেন, ২০২২ সালে যোগীকে মুখ্যমন্ত্রী হতে দেব না।
উল্লেখ্য, হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসির দল উত্তর প্রদেশে বিজেপির প্রাক্তন সহযোগী দলের সঙ্গে জোট করে নির্বাচনে নামতে চলেছে। AIMIM-এর উত্তর প্রদেশ সভাপতি জানান, ১০০টি মুসলিম বহুল আসনে প্রার্থী দেবেন তাঁরা।
সম্প্রতি AIMIM নেতা আসিম ওয়াকার বলেছিলেন, সমস্ত রাজ্যে উপ-মুখ্যমন্ত্রী পদ মুসলিমদের জন্য সংরক্ষিত থাকা উচিৎ। তিনি সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেসকে এই ইস্যুতে নিজের বিচার স্পষ্ট করার কথা জানিয়েছিলেন। AIMIM নেতা বলেছিলেন, সমস্ত রাজনৈতিক দল মুসলিমদের থেকে ভোট চায়, কিন্তু তাঁর বদলে তাঁরা যদি ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ চেয়ে বসে, তখন সবার সমস্যা শুরু হয়ে যায়।
The post যোগীকে হারানো দূরের কথা, ওনাকে ছুঁলেই দৌড়ে হায়দ্রাবাদ পালাবে! ওয়াইসিকে চ্যালেঞ্জ রবি কিশেনের first appeared on India Rag .from India Rag https://ift.tt/2Up3AcT
Bengali News