উত্তরপ্রদেশের মুজাফরনগরে এক চমকে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যেখানে এক মৌলবীর গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। আর এই কাজ করেছে মৌলিবী বিবি। প্রাপ্ত খবর অনুযায়ী, মৌলবীর দুটি স্ত্রী থাকা সত্ত্বেও তার মন ভরেনি। মৌলিবী আরো একটি বিয়ে করার প্রস্তুতি নিয়েছিল। আর এতেই ক্ষুদ্ধ হয়ে এক বিবি মৌলবীর গোপনাঙ্গ কেটে দেয়।
রাতে যখন মৌলবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন তার এক বিবি ছুরি নিয়ে হামলা করে এবং প্রাইভেট পার্ট কেটে ফেলে। বেশি রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয় মৌলিবীর। স্থানীয়রা জানিয়েছেন যে মৌলবী প্রায়শই তার দুই স্ত্রীর সাথে ঝগড়া ঝামেলা করতো। আরেক বিয়ে অর্থাৎ তৃতীয় বিয়ে করতে চাই এই ইস্যুতেই মৌলবীর পরিবারের ঝগড়া ঝাঁটি হতো বলে জানা গেছে।
বাকিল আহমেদ নামের মৌলবীর বয়স ৫৭ বছর হয়েছিল। শুক্রুবার রাতে দুই বিবির সাথে তৃতীয় বিয়ে করবে কিনা তাই নিয়ে অশান্তি শুনতে পায় প্রতিবেশরা। এক বিবি তার তৃতীয় বিয়ের বিষয়ে জোরপূর্বক পতিবাদ জানালে তাকে মারধরও করেছিল মৌলবী বাকিল আহমেদ।
এরপর রাতের দিকে রেগে গিয়ে মৌলবীর ওই বিবি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে হামলা করে। ঘুমন্ত অবস্থায় এই হামলা করার জন্য মৃত্যু হয় মৌলবীর। এরপর মৌলবীর বিবি তার শেষকৃত্য করার চেষ্টা করে।
তবে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশের কাছে মৌলবীর বিবি সমস্ত সত্য স্বীকার করেছে এবং জানিয়েছেন যে তৃতীয় বিয়ে করতে চেয়েছিল বলেই সে এই কাজ করেছে। আপাতত অভিযুক্ত মহিলাকে জেলে রাখা হয়েছে। অন্যদিকে মৌলবীর দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
The post “তৃতীয় বিয়ে করতে যাচ্ছিল তাই গো’পনাঙ্গ কেটে দিয়েছি”- স্বীকার করল মৌলবীর বিবি first appeared on India Rag .from India Rag https://ift.tt/3hrTOP2
Bengali News