আগত উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে দেশজুড়ে আরো একবার রাজনৈতিক আলোড়ন দেখা দিতে শুরু হয়েছে। প্রায় সমস্ত রাজনৈতিক দল কোমর বেঁধে ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য মাঠে নেমে পড়েছে। যেহেতু যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্ৰদেশে সরকার চলছে তাই বেশিরভাগ রাজনৈতিক দল এই নির্বাচনে বিজেপিকে টার্গেট করে প্রচার শুরু করেছে।
রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পিছিয়ে নেই অসাউদ্দিন ওয়েসীর পার্টি AIMIM, যারা ইতিমধ্যে ১০০ টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। শুধু এই নয় নিজেদের গুটি সাজাতে এখন থেকেই উত্তরপ্রদেশ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করে দিয়েছেন AIMIM এর প্রধান আসাউদ্দিন ওয়েসী।
শুক্রুবার দিন অসাউদ্দিন ওয়াসী যোগী আদিত্যনাথকে আক্রমণ করে বক্তব্যে রাখেন। আসাউদ্দিন ওয়েসী বলেন, যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে দেব না ইনশাল্লাহ। আসাউদ্দিন আরো বলেন, আমরা যদি দৃঢ় সংকল্প থাকি আর পরিশ্রম করি তাহলে নিশ্চয় এটা সম্ভব হবে।
আমাদেরকে এটা চেষ্টা করতে হবে যে উত্তরপ্রদেশে যেন বিজেপি সরকার গড়তে না পারে। লক্ষণীয়, বিহারের বিধানসভা নির্বাচনে AIMIM পার্টি ভালো ফলাফল করেছিল। অন্যদিকে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিও জমিয়ে প্রচারে মেতেছে। উত্তরপ্রদেশ নির্বাচন হতে এখনও হাতে প্রায় ৬ থেকে ৭ মাস সময় রয়েছে।
.@myogiadityanath को उत्तर प्रदेश का मुख्यमंत्री नहीं बनने देंगे, इंशा'अल्लाह। – बैरिस्टर @asadowaisi pic.twitter.com/3emULMIhM7
— AIMIM (@aimim_national) July 2, 2021
https://platform.twitter.com/widgets.js
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেছেন যে তার পার্টির হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রচার করতে আসবেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে লাগাতার হৈচৈ এর পর এবার উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে সরগরম মহল তৈরি হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে।
The post যোগী আদিত্যনাথকে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে দেব না: আসাউদ্দিন ওয়েসী first appeared on India Rag .from India Rag https://ift.tt/3xjTpoM
Bengali News