-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“আম নিন আর নির্বাচনটা করিয়ে দিন”- প্রধানমন্ত্রীকে মমতার ব্যানার্জীর উপহার পাঠানো নিয়ে হাসি ঠাট্টা নেটিজনদের

- July 03, 2021

রাজনীতিতে মতবিরোধ থাকা সত্ত্বেও সৌজন্যতা দেখানো একটা সাধারণ ব্যাপার। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে পরিস্থিতি একটু অন্য ধরনের। এর মূল কারণ রাজনৈতিক হিংসা। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ভোটপর্বকে উৎসবের মতো করে দেখা হলেও পশ্চিমবঙ্গের নির্বাচনে রক্তক্ষয় হবে না এমনটা প্রায় যেন অসম্ভব।

আর এই কারণেই পশ্চিমবঙ্গের নেতাদের সৌজন্যতা প্ৰকাশ দেখে অনেকেই হাসি ঠাট্টা করেন। সম্প্রতি মমতা ব্যানার্জী সৌজন্যতা দেখিয়ে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘আম’ উপহার হিসেবে পাঠিয়েছেন। হিমসাগর থেকে শুরু করে বিখ্যাত ল্যাংড়া আম প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন মমতা ব্যানার্জী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুরু হয়েছে হাসি ঠাট্টা।

নেটিজেনদের একাংশ ‘আম’ পাঠানোকে নিয়ে রসিকতা করেছেন। সমীর সেন নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে লিখেছেন, “উদ্দেশ্য একটাই আম খান আর ছ মাসের মধ্যে দয়া করে ভোটটা করিয়ে দিন, যাতে মুখ্যমন্ত্রী পদটা চলে না যায়।” পবির বাগ লিখেছেন, “ভ্যাকসিন কাণ্ডে যাতে তদন্ত না হয় তার জন্য আম ঘুষ পাঠানো হলো।”

গৌরহরি বাবাজি লিখেছেন, “আমের বদলে উপনির্বাচনের আশা না করাই ভালো।”নাজমূল হক লিখেছেন, “দিদি যে স্বার্থপর নন তা আরেকবার প্রমান করলেন। মোদিজীর কাছ থেকে মুকুল নিয়ে মোদীজি কে আম পাঠিয়ে ধার শোধ করলেন।” প্রশান্ত হালদার লিখেছেন, “যে জাতেরই আম পাঠাও ছয় মাসের মধ্যে কোনো ইলেকশন টিলেকশন হবে না!”

প্রাণ কুমার মন্ডল লিখেছেন, “প্রধান মন্ত্রীকে আম না পাঠিয়ে পশ্চিমবঙ্গের ঘরছাড়া লোকজনদের ঘরে ফেরান,তাতে বরং বেশি খুশি হবেন।” জগন্নাথ লিখেছেন, “রাষ্ট্রপতি শাসন না জারি হয় , উপনির্বাচন করানো জন্য তেল মারছে।”

সৌমব্রত ঘোষ লিখেছেন, “নিশ্চয় কেন্দ্রের কাছে থেকে টাকা আদায়ের ধান্দা আছে। তাই তেল মারছে।” নিখিল রঞ্জন লিখেছেন, “এতে কনো অসুবিধা নেই। যত অসুবিধা ওই গ্রামের কালু আর আলু কে নিয়ে কালু বিজেপি করে আর আলু তৃনমুল তাই আমতো দুরের কথা ছায়া পযন্ত মাড়ায় না, বাবুরা ওদের মাথা এমন ভাবেই খেয়ে রেখেছে। ওই কালু আর আলু যদি আম বিনিময় করতো তাহলে দুজনকেই একঘোরে করে দিত আর রটিয়ে দিত দিনে তৃণমূল আর রাতে বিজেপি। আবার অন্য জনকে বলতো দিনে বিজেপি আর রাতে তৃনমুল।”

The post “আম নিন আর নির্বাচনটা করিয়ে দিন”- প্রধানমন্ত্রীকে মমতার ব্যানার্জীর উপহার পাঠানো নিয়ে হাসি ঠাট্টা নেটিজনদের first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3qMkqyz
Bengali News
 

Start typing and press Enter to search