-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কারোর পৌষমাস কারোর সর্বনাশ: সোশ্যাল মিডিয়ায় আমির খানের হবু বিবি পাচ্ছেন শুভেচ্ছাবার্তা!

- July 03, 2021

সিনেমায় আমরা যা দেখি তার সাথে বাস্তবের দূরত্ব বহু আলোকবর্ষের। সিনেমায় অভিনেতা অভিনেত্রীরা মেকআপ করে নিজেদের মুখশ্রী ঝাঁ চকে চকে রাখেন। যা কারণে তাদের আসল চেহারা দেখলে অনেকে ভয় পর্যন্ত পেয়ে যান। আর এই সিনেমার মতোই দূর থেকে সুন্দর মনে হয় অভিনেতা অভিনেত্রীদের জীবন। আমির খান তার সিনেমায় আজীবন স্ত্রীকে ভালোবাসার দিব্যি খান কিন্তু বাস্তবে তার উল্টো।

আমির খানের বাস্তব জীবনে তিনি একের পর এক বিয়ে করেন, বংশ বিস্তার করেন তারপর তালাক দিয়ে বেরিয়ে পড়েন অন্য শিকারের সন্ধানে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই মত প্ৰকাশ করছেন নেটিজনরা। অনেকে বলেছেন কিরণ রাও এর পর আমির খান পরবর্তী শিকারের খোঁজে বেরিয়ে পড়বেন।

নেটিজনদের এমন দাবির নিয়ে চর্চা তুঙ্গে তার মধ্যেই বেশকিছু মিডিয়া রিপোর্টে আরো এক চমকে দেওয়া তথ্য ফাঁস হয়েছে। সেই সমস্ত রিপোর্টে দাবি করা হয়েছে, আমির খান তৃতীয় নিকাহের জন্য প্রস্তুতি নিয়েছেন। কিরণ রাওকে তালাক দেওয়া সেটার প্রাথমিক কাজের আরম্ভ।

ফাতিমা সানা শেখের সাথে আমির খানের পরবর্তী বিয়ে হওয়ার সম্ভবনা বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে অনেকে ফতিমাকে অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছেন। কিরণ রাও এর সাথে আমির খানের তালাক হওয়ার পরই অনেকে ফাতিমা সানা শেখকে আমির খানের জীবন সঙ্গী হওয়ার আগামী অভিনন্দন জানিয়েছেন।

বেশকিছু টুইটার ইউজার লিখেছেন, ‘আমির খান ও ফাতিমা সানা শেখকে এডভান্স অভিনন্দন জানাই। আশা করি তারা র্দীঘ সময় একসাথে জীবন কাটাবেন।
জানিয়ে দি, কিরণ আমিরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী রীনা ঘোষকে বিচ্ছেদ দিয়ে কিরণকে বিয়ে করেছিলেন আমির। একটি লম্বা বিবৃতিতে আমির ও কিরণ জানান অনেক দিন ধরেই বিবাহ বিচ্ছেদ করার পরিকল্পন করছিলেন তাঁরা।

https://platform.twitter.com/widgets.js

আলাদা হয়ে গেলেও ছেলে আজাদের অভিভাবক থাকবেন দুজনেই। একসঙ্গেই তাকে বড় করে তুলবেন। তাঁরা আরো জানিয়েছেন, তাঁদের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ এর জন‍্য যৌথ উদ‍্যোগেই কাজ করবেন।
উল্লেখ্য, আমির খানের দুই স্ত্রীই হিন্দু ছিলেন। আর দুজনের সঙ্গে কয়েক বছর সম্পর্ক রাখার পর দুজনকেই তালাক দেন তিনি।

The post কারোর পৌষমাস কারোর সর্বনাশ: সোশ্যাল মিডিয়ায় আমির খানের হবু বিবি পাচ্ছেন শুভেচ্ছাবার্তা! first appeared on India Rag .

from India Rag https://ift.tt/36c1pMu
Bengali News
 

Start typing and press Enter to search