নয়া দিল্লীঃ দিল্লীর এক মসজিদের ইমামের নৃশংসতার ঘটনা সামনে এসেছে। মসজিদের ইমামের বিরুদ্ধে এক বাচ্চা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগের পর অভিযুক্ত ইমামকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশ। ইমামের বিরুদ্ধে পকসো আইনের মাধ্যমে মামলা দায়ের হয়েছে। ওই ইমামের নাম ইলিয়াস বলে জানা গিয়েছে।
A 47-year-old cleric has been arrested on the charge of sexually molesting a 10-year-old girl inside a mosque in Delhi. The incident took place on Sunday: Delhi Police
— ANI (@ANI) June 1, 2021
https://platform.twitter.com/widgets.js
এই মামলা দিল্লীর হর্ষ বিহার এলাকার। সেখানকার এক মসজিদের ইমামের (৪৭) বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, সে মসজিদে আসা এক ১০ বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে। ১০ বছরের ওই বাচ্চা মেয়েটি মসজিদে কোরআন পড়ার জন্য জেট, আর সেই সময় ইমাম তাঁকে ধর্ষণ করে। গত ৩০ মে এই ঘটনা ঘটেছে।
An FIR has been registered against the accused, and a Delhi court has sent him to 14-day judicial custody.
Read: https://t.co/NeBIz9ANPt
— The Indian Express (@IndianExpress) June 1, 2021
https://platform.twitter.com/widgets.js
৩০ মে ১০ বছরের ওই বাচ্চাটি মসজিদ থেকে বাড়ি ফিরে নিজের মায়ের কাছে এই ঘটনা কথা জানায়। এরপর নির্যাতিতার পরিবার পুলিশের কাছে ইমামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ বাচ্চাটির মেডিক্যাল করিয়ে ইমামকে লোনি এলাকা থেকে গ্রেফতার করে। ইমামের বিরুদ্ধে পকসো আইনে FIR দায়ের করা হয়েছে।
The post মসজিদে কোরআন পড়তে যাওয়া ১০ বছরের বাচ্চাকে ধর্ষণ ইমামের! first appeared on India Rag .from India Rag https://ift.tt/2ReN0LH
Bengali News