-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বিয়ের পর শ্বশুরের সাথে নিকাহ করতে রাজি না হওয়ায় হিন্দু স্ত্রীকে তালাক দিল আরফিন শাহ

- June 30, 2021

জম্মু কাশ্মীরে লাভ জিহাদের শিকার এক মহিলা ন্যায় চেয়ে উপ-রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। স্বামীর থেকে অন্যায়পূর্বক আচরণ পেয়ে মহিলা উপ-রাজ্যপাল মনোজ সিনহার কাছে ন্যায় বিচার চেয়েছেন। এই ঘটনা এমন সময়ে সামনে এসেছে যখন দুজন শিখ যুবতীর ধৰ্ম পরিবর্তনের ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের ঘটনায় যুবতী হিন্দু বলে জানা গেছে যার নাম নিকিতা সেইনি। এই যুবতী জলন্ধরের একটি অর্থোপেডিক চিকিৎসালয়ে কাজ করতেন।

আরফিন শাহ নামের এক ব্যক্তির সাথে তার নিকাহ হয়। নিকিতা জানিয়েছেন যে নবম-দশম শ্রেনীতে পড়াশোনা করার সময় আরফিনের সাথে তার পরিচয় হয়। ‘JK Media’ এর আশীষ কোহলিকে নিকিতা জানিয়েছেন, সহপাঠী হওয়ার কারণে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তার সাথে কথাবার্তা হতো। যে কারণে আরফিন ধীরে ধীরে সহপাঠী থেকে বন্ধুতে পরিণত হয়।

নিকিতা জানিয়েছেন যে আরফিন তার সম্পর্কে সমস্তকিছু জানতো। আরফিন এও জানতো যে নিকিতার প্রথম স্বামীর সাথে তার বিবাহ-বিচ্ছেদ ঘটেছে। নিকিতা বলেন, ‘আমাকে আরফিন ও তার আম্মি বলেছিল যে তারা খুবই খোলামেলা। তার বিধবা-বিচ্ছেদ হওয়া মহিলাকে সাহায্য করতে ইচ্ছুক। একই সাথে ধৰ্ম নিয়ে তাদের মধ্যে কোনো কট্টরতা নেই।”

এই সমস্ত বার্তার মধ্যে দিয়ে নিকিতাকে নিকাহের প্রস্তুত দেয় আরফিন শাহ। সামাজিকভাবে তিনি সুরক্ষা পাবেন এই ভেবে নিকিতা নিকিতা নিকাহের প্রস্তাবে রাজি হয়ে যান। তবে নিজেদের খোলামেলা বলা আরফিন শাহের পরিবার নিকাহের সময় নিকিতার নাম নাফিজা রাখেন। এটা দেখে তিনি সেই সময় অবাক হন। নিকাহের কিছুদিন পর যা ঘটে তা আরও অবাক করার মতো।

আসলে আরফিন শাহ ও তার আম্মি নিকিতাকে বলে তার শ্বশুরের সাথে নিকাহ করতে। আরফিনের আম্মি বলেন, ‘আমি ক্যান্সারের রোগী হওয়ায় আরফিনের আব্বার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারি না। তাই তুমি শ্বশুরের সাথে নিকাহ করে নাও। নিকিতাকে সম্পত্তির লোভ পর্যন্ত দেখানো হয়।

নিকিতার আপত্তি দেখে আরফিন খান আলতাকিয়া (ছল) শুরু করে। আরফিন নিজেকে ভালো দেখাতে নিকিতাকে নিয়ে অন্য এক জায়গায় শিফট হয়ে যায়।
এর কিছুদিন পর আরফিন কোথায় উধাও হয়ে যায় এবং নিকিতার কাছে বার্তা আসে। যেখানে আরফিন নিকিতালে তালাক দেওয়ার হুমকি দেয়।

কয়েকদিন যেতে না যেতে আবার বার্তা আসে আরফিনের থেকে। যেখানে সে বলে অব্বুর সাথে নিকাহ করে নাও,ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকবে। কেউ জানতে পারবে না। এ বিষয়ে নিকিতা এখন পুলিশের কাছে FIR দায়ের করিয়েছেন এবং উপ-রাজ্যপালের কাছে ন্যায় চেয়েছেন।

The post বিয়ের পর শ্বশুরের সাথে নিকাহ করতে রাজি না হওয়ায় হিন্দু স্ত্রীকে তালাক দিল আরফিন শাহ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3w8qS46
Bengali News
 

Start typing and press Enter to search