-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

স্বৈরাচারীদের নাম ‘M”দিয়ে শুরু হয় বলে ফাঁসলেন রাহুল! নেহরু, গান্ধী, মঙ্গল পাণ্ডেও কি তাহলে স্বৈরাচারী?

- February 03, 2021

নয়া দিল্লীঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি ট্যুইট করে বলেন স্বৈরাচারী নেতাদের নাম ইংরেজি ‘M” অক্ষর দিয়েই কেন শুরু হয়? কেরলের ওয়ানাডের সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কয়েকজন স্বৈরাচারী শাসকের নাম মনেও করিয়ে দেন। উল্লেখ্য, মায়ানমারে নিজের হাতে ক্ষমতা নেওয়া সেনা প্রধানের নাম ‘মিন অং লেইন” সেই ইংরেজি অক্ষর ‘M” দিয়েই শুরু হয়।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ইঙ্গিতে ইঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা স্বৈরাচারী নেতাদের সঙ্গে করে ফেলেন। এখন প্রশ্ন উঠছে যে, রাহুল গান্ধী ‘M” নামের স্বৈরাচারী তো খুঁজে পেলেন, কিন্তু আমাদের দেশে এমন অনেক বিখ্যাত নেতা আছেন এবং স্বাধীনতা সংগ্রামীও আছেন যাদের নাম সেই ইংরেজি অক্ষর ‘M” দিয়েই শুরু হয়, তাঁদের কি করে ভুলে গেলেন তিনি?

https://platform.twitter.com/widgets.js

এবার আপনি দেখে নিন কীভাবে রাহুল গান্ধী নিজের ট্যুইতে মার্কোস, মুসোলিনি, মিলোসেভিক, মুবারক, মোবতু, মুশরফ আর মাইকমবেরোদের নাম নিয়েছেন। কিন্তু মজার কথা হল, রাহুল গান্ধী এখানেও ভুল করে যান। আসলে তিনি যেই মার্কোসের নাম নিয়েছেন, সেই মার্কোস ফিলিপিন্সের প্রাক্তন স্বৈরাচারী রাষ্ট্রপতি আর মার্কোসের পুরো নাম ‘ফার্দিনান্দ এমানুয়েল এড্রালিন মার্কোস” এর মানে এই যে, মার্কোসের নাম ‘M” দিয়ে না, ‘F” দিয়ে শুরু হয়।

উনি ‘M” দিয়ে শুরু হওয়ার স্বৈরাচারীদের নাম মনে করতে গিয়ে এটা হয়ত ভুলে গিয়েছেন যে, মোহনদাস করমচাঁদ গান্ধী, মোতিলাল নেহরু আর মনমোহন সিংয়ের নামও ‘M” দিয়েই শুরু। আর এনারা সবাই ভারতের বিখ্যাত নেতা এবং স্বাধীনতা সংগ্রামী। এছাড়াও তিনি মঙ্গল পাণ্ডে, মাতঙ্গিনী হাজরা, মৌলানা আবুল কালাম আজাদ, মদন মোহন মালব্যদের নামও যে ‘M” দিয়ে শুরু হয়, সেটাও ভুলে গিয়েছেন।

The post স্বৈরাচারীদের নাম ‘M”দিয়ে শুরু হয় বলে ফাঁসলেন রাহুল! নেহরু, গান্ধী, মঙ্গল পাণ্ডেও কি তাহলে স্বৈরাচারী? first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3cJ8Cbv
Bengali News
 

Start typing and press Enter to search