বীরভূমঃ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই নেতাদের মুখের বুলি ফুটছে। আর কথার বুলিতে সবার থেকে এগিয়ে থাকেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বারবারই নিজের করা বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে এসেছেন। যদিও এতে কোনদিনও ওনাকে অনুতপ্ত হতে দেখা যায়নি। লোকসভা ভোটের আগে পাচন থেকে শুরু করে চড়াম-চড়াম দেওয়ারও নিদান দিয়েছিলেন তিনি। আর এবার নির্বাচন এগিয়ে আসতেই তিনি আবারও নিজের পুরনো ফর্মে ফিরছেন।
একটি সভা থেকে অনুব্রত মণ্ডলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজেট নিয়ে আক্রমণ করতে দেখা যায়। অনুব্রত মণ্ডল বলেন, ‘তুমি এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছ কালকে, তুমি ব্যাংক বিক্রি করে দিলে। তুমি LIC বিক্রি করতে চলেছ। ভারতের পেট্রোলিয়াম জীবনে কোনদিনও বিক্রি হয় নাই, তুমি সেটাকেও বিক্রি করে দিচ্ছ।” এরপর অনুব্রত মণ্ডল প্রশ্ন করে বলেন, তুমি মানুষ না জানোয়ার?
অনুব্রত মণ্ডল বলেন, তুমি তো নিজে কোনও সম্পত্তি বিক্রি করো নাই, তাহলে সব বিক্রি করছ কেন? তিনি বলেন, তুমি ভারতের মানুষের কথা ভাবছ না, তুমি কৃষকদের কথা ভাবছ নাচ তুমি তাহলে কার কথা ভাবছ? তুমি নীরব মোদীর কথা ভাবছ? নীরব মোদী ১৪ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন, তুমি বলেছিল ফিরিয়ে আনবে, আনলে কোথায়?
এর আগে গত মাসের শেষের দিকে বীরভূমের রাজনগরের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। বিজেপির সরকার একেরপর এক ভাওতাবাজি করে চলেছে। ক্ষমতায় আসার জন্য সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাঁর এক শতাংশও পূরণ করতে পারেনি এরা।” এরপর অনুব্রত মণ্ডল বলেন, ‘নরেন্দ্র মোদীর মতো জালিয়াত প্রধানমন্ত্রী এর আগে দেখিনি।” তিনি বলেন, ‘অমিত শাহ ভয় পেয়েছে বলেই বাংলা সফর বাতিল করেছে। ওঁরা বুঝে গিয়েছে যে, বাংলা দখল করা এত সহজ নয়।”
The post প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানোয়ার বলে আক্রমণ করল অনুব্রত মণ্ডল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2NUdn7s
Bengali News