কলকাতাঃ বিজেপির নেতা শোভন চট্টোপাধ্যায় আর বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূলের বিধায়ক তথা টলিউডের বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায়। আজ শনিবার বিজেপির এই দুই পদাধিকারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তৃণমূল বিধায়ক।
রায়দিঘিতে বিজেপির একটি সভায় যোগ দিয়ে তৃণমূল সমেত সেখানকার স্থানীয় বিধায়ক দেবশ্রী রায়কে আক্রমণ করেন শোভন-বৈশাখী। একদা দক্ষিণ ২৪ পরগানা জেলার তৃণমূলের সভাপতি ছিলেন শোভন চট্টোপাধ্যায়। আর ওনার নেতৃত্বেই ২০১১ এবং ২০১৬ এর বিধানসভা নির্বাচনে পরপর রায়দিঘিতে জয়ী হন দেবশ্রী রায়। রায়দিঘিতে দেবশ্রী রায়কে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল শোভন চট্টোপাধ্যায়ের। আর এবার সেই রায়দিঘিতে গিয়ে দেবশ্রী রায়কে জেতানোর জন্য ক্ষমা চেয়ে নেন শোভন।
দেবশ্রী রায়কে নাম না করে আক্রমণ করে শোভনবাবু বলেন, টোটো কেলেঙ্কারিতে অভিযুক্ত একজনের সঙ্গে তিনি দূরত্ব বজায় রেখেছেন। আরেকদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও দেবশ্রীকে আক্রমণ করে ওনার ব্যর্থতার কাহিনী তুলে ধরেন।
শোভন-বৈশাখীর সেদিনের আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। তখন তিনি বিজেপির এই দুই নেতার বিরুদ্ধে মামলা করার আভাস দেন নি। কিন্তু এবার তিনি মামলা করেই বসলেন। রাজনীতির লড়াই চলে গেল আদালতের দুয়ারে। দেবশ্রী রায়ের মামলার প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালতেই জবাব দেওয়া হবে।”
প্রাপ্ত খবর অনুযায়ী, রায়দিঘিতে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের বিরুদ্ধে শোভন-বৈশাখী দ্বারা করা মন্তব্যের কিছু অংশের ভিত্তিতে মামলা করা হয়েছে। সেদিনের সমস্ত ভিডিও ফুটেজ, সংবাদে প্রকাশিত খবর সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে রেখেছেন দেবশ্রী রায়। আর এই মামলা করার আগে তৃণমূলের কাছ থেকে অনুমতিও নিয়েছেন দেবশ্রী রায়।
The post টোটো কেলেঙ্কারিতে জড়িত বলায় শোভন-বৈশাখীর বিরুদ্ধে মামলা করলেন দেবশ্রী রায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3oWqIsR
Bengali News