মালদহঃ আজ মালদায় বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করতে হাজির হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওনার কর্মসূচির আগে মালদায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। গতকাল রাতে ইংরেজবাজারের ফোয়াড়া মোড়ে জেপি নাড্ডার নামের ব্যানার, প্ল্যাকার্ড খুলে নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
আজ ফোয়াড়া মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করবেন জেপি নাড্ডা। আরেকদিকে, জেপি নাড্ডার মালদা সফরের দিনেই কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সকাল ১১ টায় মালদায় গান্ধী মূর্তির পাদদেশে নীরব প্রতিবাদ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।
রথযাত্রার সূচনার আগে আজ মালদার সাহাপুরের মাঠে কৃষকদের সঙ্গে সহভোজ করেন জেপি নাড্ডা। কৃষকদের সঙ্গে বসে খিচুড়ি খান তিনি। এর আগের সফরে তিনি কৃষকদের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। তবে এবার বাড়িতে নয়, এবার একসাথে ২ হাজার কৃষকদের সঙ্গে বসে খিচুড়ি খান তিনি।
The post মালদায় নাড্ডা, কৃষকদের সঙ্গে বসে করলেন সহভোজ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2YSjJq8
Bengali News