কলকাতাঃ ২৩ জানুয়ারি ২০২১ এ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিন তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তিনি ভাষণও দেন। সেদিনের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
২৩ জানুয়ারির পর আগামীকাল আবারও বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল হলদিয়ায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের তিন সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকার আর দীপক অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামীকালের অনুষ্ঠানের পর এমাসেই আবারও রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। প্রাপ্ত খবর অনুযায়ী, ন্যশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের নবনির্মিত দফতরের উদ্বোধনে আগামী ১৮ ই ফেব্রুয়ারি কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতও উপস্থিত থাকবেন। এছাড়াও এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হতে পারে।
এছাড়াও সেইদিনে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রুটে মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ট্রায়াল রানও হয়েছে। এখন এই রুটে মেট্রো চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আধিকারিকরা।
The post আগামীকাল ছাড়াও ফেব্রুয়ারি মাসে আরও একবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cSifER
Bengali News