-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রতিটি ওয়ার্ডে একটি করে কিয়স্ক তৈরী করার উদ্যোগ নিলো আসানসোল পুরসভা

- October 06, 2017


আসানসোল: আগামী ২৬ জানুয়ারির মধ্যে ১০৬ ওয়ার্ডে এর নাগরিকদের কাছে সমস্ত  সুবিধা পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে একটি করে কিয়স্ক তৈরী করার উদ্যোগ নিলো আসানসোল পুরসভা।একই সঙ্গে এলাকার প্রতিটি গলি এলইডি বাল্ব-সহ রাস্তার আলোর ব্যবস্থা করা হবে।এর পাশাপাশি প্রতিটি বাড়িতে সব পরিষেবা পৌঁছে দিতে কাজে লাগানো হবে ই-গভর্নেন্সকে।এর ফলে জলের সংযোগ,স্যানিটেশন নিয়ে অভিযোগ,ট্রেড লাইসেন্সের আবেদনপত্র, জন্ম-মৃত্যর শংসাপত্র,ঘরের প্লানের জন্য আবেদন- সবই ওই কিয়স্ক এ জমা দেওয়া যাবে।
ছোটোখাটো কাজের জন্য যাতে  জামুরিয়া, রাণীগঞ্জ,বরাকর,কুলটি,হিরাপুর থেকে আসানসোল এর সদর দপ্তরে ছুটে আসতে না হয় তার জন্যই এই উদ্যোগ।
বৃহস্পতিবার এই বিষয়ে একটি বৈঠক হয়।আসানসোলের অতিরিক্ত জেলাশাসক তথা পুর কমিশনার খুরশিদ কাদরি বৈঠক শেষে জানান,'১০৬ টি ওয়ার্ডে এমন কোনো গলি বা রাস্তা থাকবে না যেখানে এলইডির আলো পৌঁছাবে না।এলইডি লাগলে বিদ্যুৎ খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমে যাবে।পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে এর জন্য একটি করে কিয়স্ক তৈরি করা হবে, যাতে মানুষের কাছে আরো ভালোভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায়।এতে বাসিন্দারাও খুশি হবেন,রাজস্বও বাড়বে।'
Source -eisamay patrica
 

Start typing and press Enter to search