-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অপছন্দ হলে ভোট দেবেন না, বাকিদের ভোটে সরকার গড়ব! তফসিলি সন্মেলনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী

- February 04, 2021


কলকাতাঃ আবারও সভার মাঝেই মেজাজ হারাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তফসিলি জাতি/উপজাতি সন্মেলনে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়া শুরু করা মাত্র জনা কয়েক মানুষ দর্শকাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি করে বসে। আর সেই নিয়ে আবারও ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দর্শকদের এহেন আচরণে ভাষণ না দিয়ে মঞ্চে হাঁটাহাঁটি শুরু করে দেন।

দর্শকাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আর হাতে মাত্র ৪ থেকে ৫ দিন, তারপরই ভোট ঘোষণা হয়ে যাবে। এখন এত চাওয়া চাওয়ি করা যাবে না। বিজেপি আর সিপিএমের লোকের কথা শুনে এসব করলে কোনও লাভই হবে না। নির্বাচনের আগে ব্ল্যাকমেল করবেন না”

তিনি দর্শকদের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, আপনাদে কি দেওয়া হয়নি? বিনামূল্যে রেশন, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী সমস্ত কিছুর সুবিধা পাচ্ছে রাজ্যবাসী। এরপরেও ইচ্ছেমত চাওয়া চাওয়ি হচ্ছে কেন? এতকিছু দেওয়ার পরেও যদি পছন্দ না হয়, তাহলে ভোটের সময় আমাকে ভোট দেবেন না। বাকিদের ভোটেই সরকার গড়ে ফেলব।

জানিয়ে রাখি, এর আগে বনগাঁ আর পুরুলিয়ার সভাতেও একই চিত্র দেখা গিয়েছিল। সেখানেও মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝে কয়েকজন উঠে কিছু দাবি করতে থাকেন। এরপরই মুখ্যমন্ত্রী ক্ষোভে ফেটে পড়ে তাঁদের প্রথমে বসতে বলেন, এবং শেষে বিজেপি আর সিপিএমের বিরুদ্ধে ওনার সভায় লোক ঢুকিয়ে এসব করানোর অভিযোগ করেন।

তবে এবারই প্রথম তিনি সরাসরি নিজেকে ভোট দিতেই না করে দিলেন। উনি বারবার একই ভাবে ঘটে যাওয়া ঘটনার জন্য এতই বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন যে, দাবিদাওয়া করা মানুষ গুলোকে ওনাকে ভোট দিতে না করে দেন। তিনি দর্শকদের এও বলেন যে, আমাকে এভাবে বললে কোনও কাজ করব না। আমার দফতরে অথবা নেতাদের নিয়ম মাফিক জানান তাহলে কাজ হবে।

The post অপছন্দ হলে ভোট দেবেন না, বাকিদের ভোটে সরকার গড়ব! তফসিলি সন্মেলনে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী first appeared on India Rag .



from India Rag https://ift.tt/36GMQB3
Bengali News
 

Start typing and press Enter to search