বারাণসীঃ ‘স্যার, আমার বোন BTC এর পরীক্ষা দেবে, কিন্তু যেই ট্রেনে তাঁর রিজার্ভেশন আছে সেটি আড়াই ঘণ্টা লেট। ওঁর মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না।” এই ভাবুক ট্যুইট উত্তরপ্রদেশের এক যুবক বুধবার সকালে রেলওয়েকে ট্যাগ করে করে। তারপর একটু পরেই ট্রেনের গতি বেড়ে যায়, আর ট্রেন বারাণসী পৌঁছে যায়। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ওই যুবকের বোন সময়ের মধ্যেই কলেজে পৌঁছে পরীক্ষা দিতে পারে। এই প্রশংসনীয় কাজের জন্য ওই ছাত্রী এবং তাঁর ভাই ভারতীয় রেলকে ধন্যবাদ জানিয়েছে।
Train is delayed by 02:27 hrs. And my sister's exam will start from 12 O'clock in Varanasi.
So please help to reach.
Train No. 05111
PNR. 2215697237@RailwaySeva pic.twitter.com/Ww4Mi5vuRn— Anwar Jamal (@anwar_jamal_) February 3, 2021
https://platform.twitter.com/widgets.js
গাজীপুর জেলার নাজিয়া তবসসুম BTC এর ছাত্রী। বুধবার তাঁর পরীক্ষা বারাণসীর বল্লভ বিদ্যাপীঠ ইন্টার কলেজে দুপুর ১২ টা থেকে ছিল। তবসসুম ছাপরা বারাণসী সিটি এক্সপ্রেসে (05111) মউ থেকে বারাণসী পর্যন্ত রিজার্ভেশন করিয়েছিল। ট্রেন মউ জংশনে সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছানর কথা ছিল। কিন্তু ট্রেন আড়াই ঘণ্টা দেরি করে স্টেশনে আসে।
Kindly provide mobile number through Direct Message (DM) Via this link https://t.co/utEzIqSbbU
— Indian Railways Seva (@RailwaySeva) February 3, 2021
https://platform.twitter.com/widgets.js
তখন তবসসুম তাঁর ভাই আনোয়ারকে ট্রেন দেরি করে বারাণসী পৌঁছানর আশঙ্কা জাহির করে। এরপর আনোয়ার রেলওয়েকে ট্যুইট করে ট্রেনের নম্বর দিয়ে সমস্যার কথা জানায়। রেলের আধিকারিকরা আনোয়ারের সমস্যা বুঝে তাৎক্ষণিক পদক্ষেপ নেয় আর ট্রেনের গতি বাড়িয়ে সময়ের ঘাটতি পূরণ করার আদেশ দেয়। এরপর ট্রেনের পাইলট ট্রেনের গতি বাড়িয়ে মউ থেকে দুই ঘণ্টার মধ্যে বারাণসী পৌঁছে যায়।
We reached #Varanasi on the time. Thank you so much for help
@RailwaySeva #IndianRailways https://t.co/Qw3TIjO84F
— Anwar Jamal (@anwar_jamal_) February 3, 2021
https://platform.twitter.com/widgets.js
ট্রেনের এই অসাধারণ কাজের জন্য নাজিয়া তবসসুম সঠিক সময়ে কলেজে পৌঁছাতে পারে আর পরীক্ষা দিতে পারে। PRO আশক কুমার বলেন, যাত্রীদের সমস্যা দূর করা আমাদের প্রথম কাজ। আমরা খবর পেয়েই ওই ছাত্রীর সমস্যা সমাধানের চেষ্টায় লেগে পড়ি।
The post ট্রেন লেট! বোনের পরীক্ষা দেওয়া নিয়ে ছিল সংশয়! রেলওয়েকে ট্যুইট করা মাত্রই ফুল স্পিডে ছুটল ট্রেন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2YI31dh
Bengali News