-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মহম্মদ রাসিদ নামের কুখ্যাত আতঙ্কবাদীকে গ্রেফতার করল NIA, করছিল ভয়ানক ষড়যন্ত্র

- January 21, 2021

রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা (NIA) বৃহস্পতিবার এক কুখ্যাত আতঙ্কবাদীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া আতঙ্কবাদীর নাম মহম্মদ রাসিদ। অত্যন্ত ভয়ানক উদ্দেশ্য নিয়ে এই আতঙ্কবাদী কাজ করছিল বলে জানা গেচ্ছে। তবে আতঙ্কবাদী নিজের লক্ষে সফল হওয়া আগেই NIAএর হাতে ধরা পড়ে এই আতঙ্কবাদী। কুখ্যাত এই জঙ্গি তামিলনাড়ুর কূডলোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এই জঙ্গি “Sahadat is Our Goal” নামের আতঙ্কবাদী সংগঠনের সাথে জড়িত ছিল। জানিয়ে দি, এই সংগঠন দেশে ইসলামিক আইন লাগু করার উদ্দেশ্য নিয়ে চলে। শেখ দাউদ এই সংগঠনের মাথা। এই মামলয় এখনও অবধি ৯ জনকে গ্রেফতার করেছে NIA , এর আগে NIA পশ্চিমবঙ্গ ও কেরল থেকে বেশ কিছু আতঙ্কবাদিকে গ্রেফতার করেছে।

https://platform.twitter.com/widgets.js

বছর ২৫ এর মহম্মদ রাসিদ নামের আতঙ্কবাদীকে বৃহস্পতিবার দিন তামিলনাড়ু থেকে NIA গ্রেফতার করেছে। মহম্মদ রাসিদ এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। সোশ্যাল মিডিয়ায় শেখ দাউদ এর নেতৃতে রাসিদ হিংসাত্মক  জিহাদের বিষয়ে আলোচনা করতো।

The post মহম্মদ রাসিদ নামের কুখ্যাত আতঙ্কবাদীকে গ্রেফতার করল NIA, করছিল ভয়ানক ষড়যন্ত্র first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3c2klkL
Bengali News
 

Start typing and press Enter to search