নয়া দিল্লীঃ রাষ্ট্রীয় স্বয়ং সেবকসঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত শুক্রবার বলেন, হিন্দুরা দেশভক্ত, এটিই তাঁদের মূল চরিত্র এবং স্বভাব। সঙ্ঘ প্রধান মহাত্মা গান্ধীর সেই মন্তব্যের কথা উল্লেখ করে এই কথা বলেন, যেখানে মহত্মা গান্ধী বলেছিলেন ওনার দেশভক্তির উৎপত্তি ওনার ধর্ম থেকেই হয়েছিল।
জেকে বাজাজ আর এমডি শ্রীনিবাসের লেখা বই ‘মেকিং অফ এ হিন্দু প্যাট্রিয়টঃ ব্যাকগ্রাউন্ড অফ গান্ধীজি হিন্দু স্বরাজ” এর উন্মোচন করার সময় মোহন ভাগবত এই কথা বলেন। তিনি বলেন, বইটির নাম এবং এটি আমার দ্বারা প্রকাশের ফলে অনুমান হতে পারে যে আমি গান্ধীজিকে নিজের অনুসারে সংজ্ঞায়িত করার প্রয়াস করছি। উনি বলেন, ‘মহাপুরুষদের কেউ নিজের মতো করে সংজ্ঞায়িত করতে পারে না।” উনি বলেন, এই বইটি অনেক গবেষণা করা লেখা হয়েছে আর যাদের এই বইটি নিয়ে অন্য মত আছে, তাঁরা নিজের মতো গবেষণা করে লিখতে পারেন।
ভাগবত বলেন, ‘গান্ধীজি বলেছিলেন আমার দেশভক্তি আমার ধর্মের ফলে উৎপন্ন হয়েছে। আমি আমার ধর্মকে চাল করে বুঝে ভালো দেশভক্ত হব আর সবাইকেই তাই করতে বলব। গান্ধী জি বলেছিলেন, স্বরাজকে বোঝার জন্য স্বধর্মকে বুঝতে হবে।” স্বধর্ম আর দেশভক্তির কথা উল্লেখ করে সঙ্ঘ প্রধান বলেন, হিন্দু হলে তাকে দেশভক্ত হতেই হবে, কারণ হিন্দুদের প্রকৃতি আর সংস্কৃতিতে দেশভক্ত আছে। কোনও হিন্দুই ভারত বিরোধী হতে পারে না।
উনি বলেন, যতক্ষণ মনে এই ভয় থাকবে যে আপনি থাকলে আমার অস্তিত্ব সঙ্কটে পড়বে আর আমার কারণে আপনার অস্তিত্ব সঙ্কটে পড়বে, তখন চুক্তি হতে পারে কিন্তু সখ্যতা নয়। ভাগবত বলেন, আলাদা হওয়ার মানে এই নয় যে আমরা একটি সমাজ অথবা একটি মাটির সন্তান হয়েই থাকব। উনি বলেন বৈচিত্রের মধ্যে এক্য আর এটাই ভারতের মূল মন্ত্র।
The post হিন্দুরা কখনো ভারত বিরোধী হতে পারে না, দেশভক্তিই তাঁদের আসল চরিত্রঃ মোহন ভাগবত first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3b1JA6f
Bengali News