-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সনাতন ধর্মের শক্তি! দেবী সরস্বতীর মূর্তির চারিদিকে প্রদক্ষিণ করল ময়ূরের দল, ভাইরাল হল ভিডিও

- January 08, 2021

কলকাতাঃ প্রতিটি মানুষ, পশু, পাখিতে ভগবান বিরাজমান। আর এই কথা সময়ে সময়ে প্রমাণও হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় একটি চমৎকার ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখে সবার মুখে চোখে হাসি ফুটে উঠছে আর মনেও ভক্তির সঞ্চার হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও সবার মন জয় করে নিচ্ছে।

এই ভিডিওতে ময়ূরের একটি দলকে মা সরস্বতীর প্ররিক্রমা করতে দেখা যাচ্ছে। ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, ছাদে মা সরস্বতীর একটি মূর্তি রাখা আছে। আর ছাদে একঝাঁক ময়ূরও আছে। আর সেই ঝাঁকের থেকে তিনটি ময়ূর মা সরস্বতীর পরিক্রমা করা শুরু করে।

এই ভিডিওটি @Itishree001 নামের এক ট্যুইটার ইউজার ট্যুইট করেছেন। উনি ক্যাপশনে লেখেন, ‘খুবই সুন্দর আর মনমোহক দৃশ্য। সনাতনের শক্তি। ময়ূর মা সরস্বতীর পরিক্রমা করছে।” এই ভিডিও জার্মানির শ্রীপিঠ নিলয় আশ্রমের বলে জানা যাচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

জানিয়ে দিই, এই ভিডিওটি এখনো ৮২ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছে। এর সাথে সাথে ১৩ হাজারর বেশি মানুষ ভিডিওটি লাইক করেছে। এছাড়াও এই সুন্দর ভিডিওটি ২ হাজার ৭০০ বারের বেশি রিট্যুইট হয়েছে।

The post সনাতন ধর্মের শক্তি! দেবী সরস্বতীর মূর্তির চারিদিকে প্রদক্ষিণ করল ময়ূরের দল, ভাইরাল হল ভিডিও first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2Xtsq9D
Bengali News
 

Start typing and press Enter to search