উত্তরপ্রদেশ থেকে আরো একবার লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে যা সকলকে হতবাক করে তুলেছে। কোন্নজ জেলার তৌফিক নামের যুবক নিজের আসল নাম লুকিয়ে এক হিন্দু যুবতীকে প্রেম জালে ফাঁসিয়েছিল। যুবককে হিন্দু সম্প্রদায়ের মনে করে যুবতী পরিবার ধুমধাম করে বিয়ে পর্যন্ত দিয়ে দেয়।
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আসল রহস্য সামনে আসে। ঘটনা জানাজানি হতে যুবতীর পরিবার যুবকের উপর মামলা দায়ের করে। আপাতত পুলিশ তৌফিককে গ্রেফতার করেছে। জানিয়ে দি, যে যুবতীর সাথে লাভ জিহাদের ঘটনা ঘটেছে তিনি একজন শিক্ষিকা।
বিয়ের সময় শিক্ষিকার বাবা যুবককে বলেছিল যে সে যেন তার মা বাবাকে বিয়ের বিষয়ে জানায়। তখন যুবক বলেছিল যে তার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তথা সে ৭ বছর ধরে বাড়ি যায়নি। লক্ষনউতে সে প্রোপার্টি ডিলিং এর কাজ করে। যুবতীর বাড়ির লোকজন যুবকের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিল।
उक्त प्रकरण के संबंध में सुभाष चंद्र द्वारा थाना गुरसहायगंज पर दी गयी तहरीर के आधार पर मु़0अ0सं0-566/20 धारा-419/420/496/295क भादवि थाना गुरसहायगंज पर पंजीकृत हैं। विवेचना उप निरीक्षक प्रेम सिंह राजपूत द्वारा की जा रही है।
— kannauj police (@kannaujpolice) December 19, 2020
https://platform.twitter.com/widgets.js
তা সত্ত্বেও শিক্ষিকার পরিবার নিজেকে রাহুল বর্মা বলে দাবি করা যুবকের আসল পরিচয় জানতে পারেনি। বিয়ের পর যখন সোশ্যাল মিডিয়ায় কার্ডের ছবি ভাইরাল হয় তখন জানা যায় যে, রাহুল বর্মা পরিচয় দেওয়া যুবক আসলে তৌফিক খান।
The post রাহুল বর্মা সেজে মহম্মদ তৌফিক করল হিন্দু যুবতীকে বিয়ে! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার হতেই বেরিয়ে এল আসল সত্য first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3mEPlJw
Bengali News